এবার রিয়ার বাবাকে নোটিস পাঠাল ইডি

0
571

বঙ্গদেশ ডেস্ক: বলিউডের অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্ত করছে সিবিআই৷ একই সঙ্গে এই মামলায় আলাদা করে তদন্ত করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডিও৷ সেই তদন্তে রিয়া চক্রবর্তীর বাবা ইন্দ্রজিৎ চক্রবর্তীকে জেরা করার জন্য নোটিস পাঠাল ইডি৷

এই মামলায় এর আগেও ইন্দ্রজিৎকে জেরা করেছিল ইডি৷ জেরার মুখে পড়তে হয়েছে রিয়া, তাঁর ভাই শৌভিক ও আরও অনেককে৷ আগেরবার রিয়া ও শৌভিকের সঙ্গেই ইন্দ্রজিৎকে জেরা করেছিল ইডি৷ তবে এবার সম্ভবত ইন্দ্রজিৎকে একাই ইডির মুখোমুখি বসতে হবে৷

চলতি বছরের জুলাইয়ের শেষের দিকে বিহার পুলিশের কাছে সুশান্তকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ দায়ের করেছিলেন অভিনেতার বাবা কে কে সিং৷ তিনি অভিযুক্ত করেছিলেন সুশান্তের প্রেমিকা রিয়া ও তাঁর পরিবারের সদস্যদের৷

সেই অভিযোগেই রিয়া ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে সুশান্তর অর্থ তছরূপের অভিযোগ ছিল৷ সেই অভিযোগের ভিত্তিতেই মামলা দায়ের করে ইডি৷ সেই মামলার তদন্তেই ইন্দ্রজিৎকে জেরার জন্য ডেকেছে ইডি৷ এদিকে ইডি যখন ইন্দ্রজিৎকে সমন পাঠাল, তখন অন্যদিকে বৃহস্পতিবার সিবিআইয়ের জেরার মুখে পড়েছে রিয়ার ভাই শৌভিক৷

মুম্বইয়ের সান্তাক্রুজে একটি ডিআরডিও-র অতিথিশালায় রয়েছেন সিবিআইয়ের তদন্তকারীরা৷ সেখান থেকেই তিনি তদন্ত করছেন তাঁরা৷ সেখানেই জেরার জন্য শৌভিককে ডাকা হয়েছে৷ শৌভিকের জবানবন্দিও নথিভুক্তও করা হচ্ছে বলে একটি সূত্র থেকে জানা গিয়েছে৷

চলতি বছরের জুন মাসের ১৪ তারিখ বান্দ্রায় নিজের ফ্ল্যাটে মৃতদেহ উদ্ধার হয় অভিনেতা সুশান্ত সিং রাজপুতের৷ প্রথমে জানা গিয়েছিল যে তিনি মানসিক অবসাদে ভুগছিলেন৷ কারণ, তাঁর হাতে কাজ ছিল না৷ তাই তিনি আত্মহত্যা করেন৷

ফলে বলিউডে স্বজনপোষণের অভিযোগ ওঠে৷ কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠতে শুরু করে৷ মুম্বই পুলিশ ঠিকমতো তদন্ত করছে না বলেও অভিযোগ ওঠে৷ এই পরিস্থিতিতে সুশান্তর বাবা বিহার পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন৷

এর পর জল গড়ায় আদালতে৷ সুশান্তের মৃত্যুর সত্য উদঘাটনে সিবিআই তদন্তের দাবি ওঠে৷ শেষ পর্যন্ত সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্তভার সিবিআইয়ের হতে দিয়ে দেওয়া হয়৷