পুলিশের টুপিতে চটির ছবি থাকা উচিত বলে বিতর্কে বালুরঘাটের বিজেপি সাংসদ

0
495

বঙ্গদেশ ডেস্ক: পশ্চিমবঙ্গ পুলিশকে নিয়ে বিতর্কিত মন্তব্য করার অভিযোগ উঠল বালুরঘাটের সাংসদ বিজেপির সুকান্ত মজুমদারের বিরুদ্ধে৷ সম্প্রতি উত্তর দিনাজপুরের করণদিঘির একটি সভা থেকে ওই বিতর্কিত মন্তব্য তিনি করেছেন বলে অভিযোগ৷

বিজেপির তরফে আয়োজিত ওই সভা থেকে সাংসদ সুকান্ত মজুমদার দাবি করেন যে অশোক স্তম্ভের ছবি লাগানো টুপি পরার কোনও যোগ্যতা নিয়েই পুলিশের৷ পরিবর্তে পুলিশের টুপিতে চটির ছবি থাকা উচিত৷ আর সাংসদের এই মন্তব্য ঘিরেই তৈরি হয়েছে বিতর্ক৷

পুলিশের টুপিতে চটির ছবি থাকা উচিত বলে পুলিশকে অপমান করছেন সুকান্ত৷ এমনটাই অভিযোগ বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলির৷ যদিও রাজনৈতিক পর্যবেক্ষকদের একটি অংশ অবশ্য এতে কোনও বিতর্ক দেখছেন না৷

কারণ, এক্ষেত্রে চটি শব্দটির অন্য অর্থ বহন করছে বলে তাঁরা দাবি করছেন৷ তাঁদের দাবি, আসলে তিনি ঘুরিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গ টানতে চেয়েছেন৷ তাঁর অন্য মন্তব্যগুলি ভালো করে লক্ষ্য করলে এই বিষয়টি আরও স্পষ্ট হয় বলে দাবি ওই রাজনৈতিক পর্যবেক্ষকদের৷

প্রসঙ্গত, রাজ্য পুলিশের বিরুদ্ধে বিজেপি বরাবরই শাসক দল তৃণমূল কংগ্রেসের তাঁবেদারি করার অভিযোগ তোলে৷ করণদিঘির ওই সভা থেকে সুকান্ত মজুমদারের মুখে একই অভিযোগ শোনা গিয়েছে৷ রাজনৈতিক পর্যবেক্ষকদের ওই অংশের বক্তব্য, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ট্রেডমার্ক হয়ে গিয়েছে হাওয়াই চটি৷

কারণ, তিনি পায়ে হাওয়াই চটি দিয়েই সর্বত্র ঘুরে বেড়ান৷ সেই কারণেই চটির প্রসঙ্গ টেনে এনেছেন৷ তবে এর জায়গায় তিনি অন্য কিছু বলেও বিষয়টি প্রকাশ করতে পারতেন বলে ওই রাজনৈতিক পর্যবেক্ষকদের দাবি৷