টি-২০ ক্রিকেটে ৫০০ উইকেট নিয়ে নজির ব্র্যাভোর

0
545

বঙ্গদেশ ডেস্ক: টি-২০ ক্রিকেট নাকি ব্যাটসম্যানদের খেলা! আপনিও যদি এই মতের অংশীদার হন, তাহলে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার ডোয়েন ব্র্যাভো আপনাকে অন্যভাবে ভাবতে বাধ্য করবে৷ কারণ, টি-২০ ক্রিকেটে ৫০০ উইকেট নিয়েছেন৷

আর তিনিই বিশ্বের প্রথম বোলার যিনি এই নজির গড়লেন৷ এর আগে টি-২০ ক্রিকেটে ব্র্যাভোই প্রথম বোলার হিসেবে ৩০০ ও ৪০০টি উইকেট নিয়ে নজির গড়েছিলেন৷ ২০১৪ সালে টি-২০ তে ৩০০ উইকেট নিয়েছিলেন৷ তার পরের ১০০ উইকেটে পৌঁছতে তিনি তিন বছর সময় নিয়েছিলেন৷

আর সেখান থেকে আরও একশো উইকেট নিয়ে ৫০০-তে পৌঁছতে আরও তিন বছর সময় নিলেন৷ বুধবার ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের ম্যাচে তিনি কৃতিত্ব অর্জন করেন৷ একই সঙ্গে ওই লিগেও ১০০ উইকেটের মালিক হয়ে গেলেন তিনি৷

কয়েক দিন আগেই টেস্ট ক্রিকেটে ৬০০ উইকেট নিয়ে নজির গড়েছেন ইংল্যান্ডের বোলার জেমস অ্যান্ডারসন৷ এর পর আবার আরও একটি রেকর্ড তৈরি হল ক্রিকেটের ইতিহাসে৷ তবে দু’টি পার্থক্য রয়েছে৷ প্রথমত, অ্যান্ডারসন এখনও বিশ্ব টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ উইকেট শিকারি হয়ে উঠতে পারিনি৷

আর ব্র্যাভো টি-২০ ক্রিকেটে সর্বাধিক উইকেট শিকারি হয়ে গেলেন৷ দ্বিতীয়ত, ব্র্যাভোর এই পারফরম্যান্স সামগ্রিক৷ অর্থাৎ আন্তর্জাতিক ও স্থানীয়, সব ধরনের ক্রিকেট মিলিয়ে তিনি এই রেকর্ড গড়লেন৷ কিন্তু অ্যান্ডারসনের রেকর্ড শুধুমাত্র টেস্ট ক্রিকেটে৷

ব্র্যাভোর পর টি-২০ ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট সংগ্রাহক লাসিথ মালিঙ্গা৷ তাঁর উইকেট সংখ্যা ৩৯০৷ তিন নম্বরে ৩৮৩ উইকেট নিয়ে রয়েছেন ব্র্যাভোর সতীর্থ সুনীল নারিন৷