মোদীর নেতৃত্বেই আস্থাশীল ৫০ শতাংশ চিনা নাগরিক

0
693

বঙ্গদেশ ডেস্ক: ভারতের বিরুদ্ধে চিন সরকারের আগ্রাসী মনোভাব একেবারে না পসন্দ সেই দেশের নাগরিকদের৷ একটি সমীক্ষাতেই উঠে এসেছে এই মতামত৷ চিনের অন্তত ৫০ শতাংশ মানুষ মনে করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বের উপর আস্থা প্রকাশ করেছেন৷

বাকিরা অবশ্য মনে করেন সেদেশের প্রেসিডেন্ট জি জিংপিংই ভালো নেতা৷ সাম্প্রতিক ভারত-চিন সীমান্ত দ্বৈরথের আবহে এই মতামতকে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন কূটনৈতিক বিশেষজ্ঞরা৷ এই বিষয়ে বিশেষজ্ঞদের মনে দু’টি যুক্ত কাজ করছে৷

কিন্তু যুক্তির বিষয়ে বিস্তারিত জানানোর আগে সমীক্ষা সম্পর্কে উল্লেখ করা প্রয়োজন৷ ওই সমীক্ষা করেছে চিনে সরকার পোষিত সংবাদ মাধ্যম দ্য গ্লোবাল টাইমস৷ তাদের তরফে দেশের নাগরিকদের কাছে বেশ কয়েকটি প্রশ্ন রাখা হয়েছিল৷

তার মধ্যে অন্যতম ছিল, ভারত ও চিনের মধ্যে সম্পর্ক খারাপ হয়েছে কি না, তা জানতে চাওয়ার বিষয়টি৷ সেই প্রশ্নে ৭০ শতাংশ চিনা নাগরিকের উত্তর হ্যাঁ৷ আবার ৩০ শতাংশ চিনা নাগরিক মনে করেন আগামিদিনে ভারত ও চিনের মধ্যে সম্পর্ক আবার ভালো হবে৷

তবে চিনের ৯ শতাংশ মানুষের মত, এই সম্পর্ক ভালো হলেও তা বেশিদিন টিকবে না৷ প্রসঙ্গত, করোনা সংকটের সময় থেকেই চিনা নেতৃত্বের প্রতি সেই দেশের নাগরিকদের অনাস্থা ক্রমশ প্রকাশ পাচ্ছে৷ জি জিংপিং ঘোষণা করেছিলেন যে ২০৪৮ সালের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রকে পিছনে ফেলে চিনই বিশ্বের একমাত্র সুপার পাওয়ার হয়ে উঠবে৷

কিন্তু করোনা সংকটের জেরে চিনে অর্থনৈতিক পরিস্থিতি খারাপ হয়েছে৷ তার উপর ভারতের সঙ্গে লড়াই করতে গিয়ে সেই দেশের সামগ্রী আর ভারতে বিক্রি হচ্ছে না৷ চিনের বহু অ্যাপকেও নিষিদ্ধ করে দিয়েছে ভারত৷ ফলে আর্থিক ক্ষতি বাড়ছে৷

এটা তারই বহিঃপ্রকাশ বলে মনে করছে কূটনৈতিক মহলের একাংশ৷ আবার কূটনৈতিক মহলের অন্য অংশের দাবি, দ্য গ্লোবাল টাইমসের উপর চিনের সরকারের নিয়ন্ত্রণ রয়েছে৷ ফলে বাণিজ্য ক্ষেত্রে সমস্যায় পড়ে চিন সরকার মোদীর পক্ষে সমীক্ষা করিয়ে থাকতে পারে৷ যাতে এতে ভারতের মন কিছুটা গলে৷ আর আবার বাণিজ্য সম্পর্ক পুনরুদ্ধার করা সম্ভব হয়৷