মসজিদের জমিতে ‘বাবরি হাসপাতাল’ নির্মাণের খবর ভিত্তিহীন

0
1032

বঙ্গদেশ ডেস্ক: ৫ আগস্ট রামমন্দিরের ভূমিপূজন সম্পন্ন হওয়ার পরে সোশ্যাল মিডিয়ায় খুব শীঘ্রই একটি খবর ছড়িয়ে পড়ে যে, অযোধ্যায় মসজিদের জন্য বরাদ্দ ৫ একর জমিতে অত্যাধুনিক হাসপাতাল নির্মাণ করতে চলেছে সুন্নি ওয়াকফ বোর্ড। হাসপাতালের নাম রাখা হবে বাবরি হাসপাতাল, প্রখ্যাত চিকিৎসক কাফিল খান সেই হাসপাতালের ডিরেক্টরের পদ অলংকৃত করবেন৷

ফেসবুক সহ অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শীঘ্রই ছড়িয়ে পড়তে শুরু করে এই সংক্রান্ত একাধিক পোস্ট। অনেকে সেই কল্পিত ‘বাবরি হাসপাতালের’ গ্রাফিক চিত্রও পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়৷

এমনই একটি ভাইরাল পোস্টে লেখা হয় যে, ‘মাস্টারস্ট্রোক! সুন্নি ওয়াকফ বোর্ড জানিয়েছে যে তারা মসজিদের জন্য বরাদ্দ ৫ একর জমিতে বাবরি হাসপাতাল নির্মাণ করতে চলেছেন। বিখ্যাত চিকিৎসক কাফিল খান এই হাসপাতালের ডিরেক্টর হতে পারেন। হাসপাতালের একটি অংশে থাকবে শিশুদের চিকিৎসার জন্য ওয়ার্ড, ভাইরাস বাহিত রোগের চিকিৎসার জন্যও বরাদ্দ করা হবে হাসপাতালের আরেকটি অংশ।’

তবে একটি সর্বভারতীয় বৈদ্যুতিন সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, এই খবর একেবারেই ভিত্তিহীন। সুন্নি ওয়াকফ বোর্ডের বক্তব্য অনুযায়ী, এখনও তাঁরা ঠিক করেই উঠতে পারেননি যে ওই জমি কোন কাজে ব্যবহার করা হবে৷ উত্তরপ্রদেশ সুন্নি সেন্ট্রাল ওয়াকফ বোর্ডের চিফ এক্সিকিউটিভ অফিসার সইদ মহম্মদ শোয়েবের সঙ্গে কথা বলে জানা গিয়েছে যে ‘বাবরি হাসপাতাল’ এবং ড.কাফিল খানের ডিরেক্টর হওয়ার খবর সম্পূর্ণই মিথ্যা। তিনি জানিয়েছেন যে মিথ্যা খবর ছড়ানোর অভিযোগে তাঁরা আইনি পদক্ষেপ নেবেন।

তিনি এ বিষয়ে আরও জানিয়েছেন যে, বহু মানুষ তাদেরকে রিসার্চ সেন্টার, লাইব্রেরি, হাসপাতাল, মসজিদ সহ একাধিক প্রস্তাব দিচ্ছেন। তবে এই বিষয়ে এখনো অবধি পাকাপাকিভাবে কোনো সিদ্ধান্তই নিতে পারেননি তাঁরা।