মুখপাত

আসমুদ্র হিমাচল এই প্রিয় বঙ্গদেশ ৷ ঠিক যেন ভারতবর্ষ ৷

আমরা প্রথম এই ‘সুনীল জলদি থেকে উত্থিত ভারতবর্ষ‘-কে চিনেছি ৷ গঙ্গাহৃদি বঙ্গভূমি ৷ উত্তরে টেরাই থেকে দক্ষিণে সুন্দরবন ৷ পূর্বে বরাক থেকে পশ্চিমে বরাকর ৷ পূর্বে টেকনাফ থেকে পশ্চিমে সুবর্ণরেখা ৷ ধুর্জটির জটিল জটায় নেমে এসেছে নদীর জপমালা ৷ কালচে মেঘনা আর পাথর ভাঙা দামোদর, গম্ভীর কেলেঘাই থেকে নীলচে কর্ণফুলি! বিল বাওড় অরণ্য আর নকশিকাঁথার মত কৃষিক্ষেত্র ৷ ছিল, এখন নেই?

ফয়েজ লেকের পাশে ঢেউ ঢেউ জালালাবাদ — সূর্য–দীপিত এক মহাজীবনের গান৷ ভুলব না ৷ আমরা এই স্মৃতিতে আবিষ্ট থাকব না ৷ শশাঙ্ক ধর্মপাল প্রতাপাদিত্যের বংশ আমরা। রাণী ভবানী কল্পনা দত্তের অভিজন আমরা ফিরিয়ে আনব ৷ এই অভাবনীয় দেশ আমাদের ৷ অতীশের কমলশীলের শান্তি রক্ষিতের বঙ্গদেশ।  শ্রীচৈতন্য শ্রীরামকৃষ্ণদেব স্বামী বিবেকানন্দ ঋষি অরবিন্দ হরিচাঁদ আউলেচাঁদ লালন আর ভবা পাগলার বঙ্গদেশ ।

আরবী অশ্বতরের পিঠে খঞ্জর নিয়ে লুঠেরার দল তোমরা বঙ্গদেশে বহিরাগত ৷ উত্তরে মানসাই সাক্ষী, হেরে ভূত হয়ে ফৌত হয়েছ বখতিয়ার৷ ইতিহাস সাক্ষী — ভগদত্ত – পৌণ্ড্র বাসুদেব – ভূরিশ্রবা আর পালকাপ্যের হস্তী– চিকিৎসা আমাদের উত্তরাধিকার ৷ ত্রিপুরার হাতিখ্যাদার গান আর গোয়ালপাড়া মাহুত বন্ধুর গান মিশে যায় রাঢ়ের ঝুমুর আর উত্তরের ভাওয়াইয়ার সঙ্গে বঙ্গের ভাটিয়ালি ৷ কোন মরুভূমির বিজাতীয় ভাষায় জলসা শুনিয়ে তাকে ভুলভুলাইয়ায় টানছ? চিরকাল হয় নাকি?

ঢাক বাজছে ! মা ডাকছেন ! গর্জন তেল চকচক করছে : আকাশ বাতাস জুড়ে ভেসে আসছে ঘরে ফেরার ডাক ৷ শুনতে পাচ্ছ না? এই আমাদের চণ্ডীমণ্ডপ ৷ কথা হোক ৷৷