দক্ষিণায় গো-হত্যা বন্ধের আইন চান ভূমি-পূজনের প্রধান পুরোহিত

0
772

বঙ্গদেশ ডেস্ক: সারা দেশ বহু দশক ধরে অপেক্ষা করছিল রামমন্দিরের। আর গত ৫ই আগস্ট এই রামমন্দিরের ভূমিপূজন সম্পন্ন হয়েছে তাঁর পৌরহিত্যে। গোটাদেশের প্রতীক্ষার অবসান করে এত বড় কাজ করার জন্য নিঃসন্দেহে তাঁর দক্ষিণা প্রাপ্য। কিন্তু টাকা-পয়সা কিছুই চাই না তাঁর, প্রভাব-প্রতিপত্তি, জমি-জায়গারও কোনও আকাঙখা নেই। তবে ভূমি-পূজনে নিজের যজমান নরেন্দ্র মোদীর কাছে দক্ষিণা স্বরূপ সারাদেশে গো-হত্যা বন্ধ করার আইন প্রণয়ন চাইলেন পন্ডিত গঙ্গাধর পাঠক। তাঁর মতে, গোটা দেশের অধিকাংশ নাগরিকও সেটাই চায়৷

ভূমি-পূজনের পর আর পাঁচজন পুরোহিতের মতো তিনিও দক্ষিণা পেয়েছেন। কিন্তু দক্ষিণা ছাড়াও নিজের যজমানের কাছে এই আইন প্রণয়নের দাবি করলেন তিনি। আর করবেন না-ই বা কেন, তাঁর যজমান তো যে সে কেউ নন। স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর মতে নমো প্রধানমন্ত্রীর পদে আসীন হয়ে গণতন্ত্র যেমনভাবে রক্ষা করছেন, তেমনই তিনি হিন্দুধর্মের সেবাও করছেন৷ নিজের যজমান তথা নিজের দেশের প্রধানমন্ত্রীর জন্য তিনি গর্বিত।

মুঙ্গেরের বাসিন্দা পণ্ডিত গঙ্গাধর পাঠক ভূমি-পূজনের পরে অবশ্য নীরবই থেকেছিলেন এই বিষয়ে৷ পাছে পরিবেশ নষ্ট হয়ে যায়, নরেন্দ্র মোদীর কাছে সেইদিন নিজের দাবি জানাতে পারেননি তিনি৷ তাই পরবর্তী সময়ে তিনি সংবাদমাধ্যমে নিজের দাবি জানিয়েছেন।

যার মুখে মন্ত্রোচ্চারণ শুনে শিলান্যাস অনুষ্ঠান সম্পন্ন করেছেন প্রধানমন্ত্রী, সেই পুরোহিতের এমন দাবির প্রত্যুত্তরে নমো কি প্রতিক্রিয়া দেন! দক্ষিণা বাবদ গঙ্গাধর পাঠক যে দাবি করেছেন নিজের যজমানের কাছে, প্রধানমন্ত্রী হিসেবে নমো আদৌ সেই দাবি পূরণ করবেন কিনা, এখন সেটাই দেখার।