খাগড়াগড় বিস্ফোরণে দোষী চার সন্ত্রাসবাদীর সাত বছরের কারাদণ্ড

0
726

বঙ্গদেশ ডেস্ক: ২০১৪ সালে দুর্গাষ্টমীর দিন ভীষণ বিষ্ফোরণে কেঁপে উঠেছিল বর্ধমানের খাগড়াগড়। এই ঘটনায় রাজ্যে সন্ত্রাসবাদী কার্যকলাপ নিয়ে বিরোধীরা সরবও হয়েছিলেন। সেই ঘটনারই তদন্ত করছিল এনআইএ। অবশেষে সেই ঘটনার প্রায় ছ’বছর বাদে বিস্ফোরণ কাণ্ডে জড়িত চার জামাতুল মুজাহিদ্দিন অফ বাংলাদেশ জঙ্গিকে সাত বছরের সশ্রম কারাদণ্ড দিল এনআইএ আদালত।

গত মঙ্গলবার এনআইএর বিশেষ আদালত এই কাণ্ডে জিয়াউল হক, মহম্মদ ইউনিস, মতিউর রহমান এবং জাহিরুল শেখকে দোষী সাব্যস্ত করে। দোষী সাব্যস্ত করার পাশাপাশি তাদের পাঁচ হাজার টাকা করে জরিমানা এবং সাত বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশও দেন বিচারপতি প্রসেনজিৎ বিশ্বাস।

খাগড়াগড় কাণ্ডে প্রথম ধরা পড়েছিল জিয়াউল হক। তারপরে তাকে জেরা করেই একে একে ২০১৬ তে মহম্মদ ইউনিস ও গতবছরের আগস্টে জাহিরুল শেখকে এনআইএ গ্রেফতার করে।