লালু প্রসাদের পারিবারিক কোন্দল এবার ভোটের ময়দানে

0
523

বঙ্গদেশ ডেস্ক: একই পরিবারের দুই সদস্যের মুখোমুখি রাজনৈতিক লড়াই নতুন হয়৷ পঞ্চায়েত থেকে লোকসভা বিভিন্ন স্তরেই এই ধরনের লড়াইয়ের সাক্ষী থেকেছে দেশ৷ স্বামী ও প্রাক্তন স্ত্রীর মধ্যে ভোটের লড়াই, এটা সম্ভবত প্রথমবার হতে চলেছে৷

আর ঘটতে চলেছে আসন্ন বিহার নির্বাচনে৷ বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদবের পুত্র তেজপ্রতাপ ও তাঁর প্রাক্তন স্ত্রী ঐশ্বর্য রাই এই লড়াইয়ের দুই কুশীলব হতে চলেছেন বলে ইঙ্গিত পাওয়া গিয়েছে৷ আর ইঙ্গিত দিয়েছেন স্বয়ং ঐশ্বর্যর বাবা চন্দ্রিকা রাই৷

যিনি নিজেও একজন বিধায়ক৷ লালুপ্রসাদের আরজেডির টিকিটে ভোটে জিতলেও তিনি এখন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের দলের সদস্য৷ তিনি জানিয়েছেন যে বিষয়টি খুব শীঘ্রই প্রকাশ্যে আনা হবে৷ আর তা আনবেন স্বয়ং ঐশ্বর্য৷

লালুপ্রসাদের বড় ছেলে তেজপ্রতাপ৷ ২০১৮ সালে ঐশ্বর্য ও তেজপ্রতাপের বিয়ে হয়৷ কিন্তু পাঁচমাসের মধ্যেই তাঁদের সম্পর্কে ভাঙন৷ শ্বশুরবাড়ি ছেড়ে বেরিয়ে আসেন ঐশ্বর্য৷ তার পর থেকে সময় যত এগিয়েছে, ততই তিক্ততা বেড়েছে দুই পরিবারের মধ্যে৷ স্বামী ও প্রাক্তন স্ত্রী যদি মুখোমুখি লড়াইয়ে নেমে পড়ে, তাহলে সেই তিক্ততা আরও চরম পর্যায়ে পৌঁছ যাবে নিঃসন্দেহে তা বলা যায়৷