‘আল্লাহু আকবর’ ধ্বনি দিয়ে পাক মানবাধিকার কর্মীর উপরে আক্রমণ, প্রাণ সংশয়

0
571

বঙ্গদেশ ডেস্ক – এক ভয়াবহ হামলার শিকার ‘সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার’ এবং পাকিস্তানের জনপ্রিয় মানবাধিকার কর্মী রাহাত অস্টিন মঙ্গলবার জানিয়েছিলেন যে, তার উপরে হামলা করে তাকে ছুরিকাঘাত করা হয়েছে। টুইটারে তিনি লিখেছিলেন, “আজ আমি একজন জেহাদীর দ্বারা আক্রান্ত হয়েছি, যার হাতে ছুরি ছিল। আমি জানি না, তবে সে হয়ত মধ্য প্রাচ্য বা অন্য কোনো জায়গা থেকে এসেছিল”। রাহাত জানান, বিধ্বস্ত, আহত অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল।

অপ ইণ্ডিয়াকে দেওয়া একটি ভিডিও বার্তায় রাহাত অস্টিন বলেছিলেন, “ঠিক কয়েক মুহুর্ত আগে আমার উপর একজন ইসলামিক জেহাদী আক্রমণ করেছিল। তার হাতে একটি ছুরি ছিল এবং সে যেভাবে ‘আল্লাহু আকবর’ বলে চিৎকার করছিল, তাতে আমার মনে হয়েছে সে মধ্য প্রাচ্যের কোন দেশ থেকে এসেছে… কেন এই ধরনের লোকেরা পৃথিবীর সব জায়গায় এই জাতীয় কাজ করে চলে? আমরা তো কোনও ভুল করছি না।”

তিনি আরও বলেছিলেন, “আমি কেবল মুসলিম-সংখ্যাগরিষ্ঠ দেশগুলিতে সরকারের পৃষ্ঠপোষকতায় ও জনগণ দ্বারা সংগঠিত ধর্মীয় বাধ্যবাধকতা হিসাবে ঘটে চলা (গুরুতর) নিপীড়ন, বর্ণবিদ্বেষ, গণহত্যা ও জাতিগত কারণে হওয়া হিংসার ঘটনাগুলিই তুলে ধরছি। (তারা) ‘জিহাদের’ অধীনে ধর্মীয় বাধ্যবাধকতার অংশ হিসাবে এইসব করছে। ১৯৪৭ সালে ৭০ বছর আগে পাকিস্তান তৈরি হওয়ার সময় আমরা ২৩% ছিলাম এবং এখন আমরা মাত্র ৩% বাকি রয়েছি।”

জেহাদী আক্রমণে ক্ষতবিক্ষত মুখ নিয়েও ক্যামেরার সামনাসামনি রাহাত অস্টিন বলেছিলেন, “এটি একটি পরিকল্পিত গণহত্যা।” মানবাধিকারকর্মীটি বলছিলেন, সরকার ও মৌলবাদীদের দ্বারা নিয়ন্ত্রিত মিডিয়া এবং সরকারি নীতিগুলি নিশ্চিত করে, যাতে এই জাতীয় মামলাগুলি কখনই মিডিয়াতে প্রকাশিত না হয়। এখন এই ধরনের অপরাধের প্রতিবেদনকে তুলে আনার প্রচেষ্টাও বন্ধ করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। “এরা সব (ধর্মীয় দিক দিয়ে) পাগল মানুষ। আমি আক্রান্ত হয়েছি। আমি যদি নিজেকে বাঁচাতে না পারতাম, তবে অন্যদের মতো আমারও শিরচ্ছেদ করত।”

পাকিস্তানে সংখ্যালঘুদের উপরে হামলার ঘটনা নতুন কিছুই নয়। সিন্ধ থেকে করাচি হয়ে পাখতুনখোয়া, সব জায়গাতেই ধর্মীয় সংখ্যালঘুরা বঞ্চনার শিকার। এবার মানবাধিকার কর্মী অস্টিনের উপর হামলার পরে সরকার কি ব্যবস্থা নেয় সেটাই দেখার।