ইসলামিক বাংলাদেশে মিথ্যা হিন্দু পরিচয়ে হিন্দু তরুণীদের ফাঁদে ফেলে ইউসুফ আলী, বর্তমানে আটক

0
1356

বঙ্গদেশ ডেস্ক: ইসলামিক বাংলাদেশের বরিশালে এক মুসলিম যুবকের দ্বারা দুই হিন্দু তরুণীকে মিথ্যা হিন্দু পরিচয় দিয়ে ফাঁসিয়ে বিয়ে করার ঘটনা সামনে এসেছে। ঘটনাটি প্রকাশ্যে আসার পর স্থানীয় হিন্দুদের মধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে। বুধবার এই প্রতারক মুসলিম যুবকের প্রথম শিকার তাপসী একটি মামলা দায়ের করে। বর্তমানে এই প্রতারক মুসলিম যুবক ইউসুফ আলীকে গ্রেফতার করেছে পুলিশ। ইউসুফ হবিগঞ্জের নবীগঞ্জ থানার তারালিয়া গ্রামের কুরুশ মিয়ার ছেলে। 

আগৈলঝাড়ার ঐচারমাঠ গ্রামের মৃত অটল বাড়ৈ এর কন্যা তাপসী বাড়ৈ এর সাথে মোবাইল ফোনের সূত্রে আট বছর আগে পরিচয় হয় মুসলিম যুবক ইউসুফ আলীর। ইউসুফ তাপসীকে তার পরিচয় দেয় ইমন ঘোষ বলে। এরপর প্রেমের সম্পর্ক তৈরী তাপসীকে মিথ্যা হিন্দু পরিচয়ে বিয়ে করে ইউসুফ আলী। তাদের চার বছরের একটি সন্তানও রয়েছে। সন্তান হওয়ার পরেই পালিয়ে যায় ইউসুফ। 

এরপর ঘটনাচক্রে তাপসী জানতে পারে যে চার বছর আগে একইভাবে পরিচয় গোপন করে প্রতারণার মাধ্যমে আরেক হিন্দু তরুণী বৃষ্টি বেপারীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে ইউসুফ আলী। বৃষ্টি বেপারী আগৈলঝাড়ার তালতার মাঠ গ্রামের অতুল বেপারীর কন্যা। তাকে বিয়ে করে ইউসুফ বরিশালের উজিরপুরের সাতলা গ্রামে সুপেন্দ্রনাথ বিশ্বাসের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস শুরু করে। অন্যদিকে তাপসী আসল সত্য জানতে পেরে মামলা দায়ের করে। বর্তমানে ইউসুফকে কারাগারে প্রেরণ করা হয়েছে।