পাকিস্তানঃ হিন্দু সাংবাদিককে নৃশংসভাবে গুলি করে হত্যা সিন্ধ প্রদেশে

0
871

বঙ্গদেশ ডেস্ক – পাকিস্তানের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধি এক সাংবাদিককে বুধবার, পয়লা মার্চ, সিন্ধু প্রদেশে কিছু অজ্ঞাত পরিচয় হামলাকারীরা গুলি করে হত্যা করেছিল। মৃত্যুর সময়ে তাঁর বয়স হয়েছিল মাত্র ৩১ বছর।

সাংবাদিক অজয় লালওয়ানির পেট, হাত ও হাঁটুতে গুলি লাগে। গুরুতর আহত হওয়ার পর বৃহস্পতিবার, ১৮ মার্চ তিনি মারা যান। একটি বেসরকারি টিভি চ্যানেল ‘রয়্যাল নিউজ’ এবং একটি উর্দু ভাষার সংবাদপত্র ‘ডেইলী পুচানো পত্রিকা’র সঙ্গে তিনি কাজ করতেন। যদিও তার পরিবার জানিয়েছে যে তার কারও সঙ্গে শত্রুতা নেই, তবে পুলিশ দাবি করেছে যে এই হত্যাকাণ্ড ব্যক্তিগত শত্রুতার ফলস্বরূপ ঘটেছে।

তবে স্থানীয়রা প্রভাবশালী এক রাজনীতিবিদকে এই জঘন্য অপরাধের জন্য দায়ী করেছেন। তার গ্রেপ্তারের দাবিতে তারা বিক্ষোভ সমাবেশও করেছেন বলে ‘টাইমস অফ ইন্ডিয়া’ তাদের রিপোর্টে উল্লেখ করেছে।

“আমাদের কাছে খবর আছে যে সিন্ধের এক স্থানীয় মুসলিম রাজনৈতিক নেতার আদেশেই অজয়কে হত্যা করা হয়েছে। হিন্দু মেয়েদের বলপূর্বক ইসলামে ধর্মান্তরিত করার ক্ষেত্রে যেসব ইসলামিক আলেমদের ভূমিকা রয়েছে, ও তাদের কাজ প্রকাশ্যে আনত। এই নেতা সেই আলেমদের আশ্রয় আর নিরাপত্তা দেন। আমরা বিশ্বাস করি যে সেই রাজনীতিবিদই তার হত্যার ঘটনা ঘটিয়েছে” স্থানীয় সূত্র উদ্ধৃত করে টাইমস তাদের রিপোর্টে জানিয়েছে।

এদিকে, হিন্দু সম্প্রদায়ের রাজনীতিবিদরা লালওয়ানির হত্যার নিন্দা করেছেন এবং দাবি করেছেন যে পুলিশের দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত।

“সিন্ধের সালেহ প্যাটে আরও এক সাংবাদিক অজয় ​​কুমারের হত্যার তীব্র নিন্দা জানাই। এটা অত্যন্ত উদ্বেগের বিষয় যে মিডিয়ার সঙ্গে যুক্ত ব্যক্তিরা সিন্ধে নিরাপত্তাহীনতায় ভুগছেন”, পাকিস্তানের ন্যাশনাল এসেম্বলির হিন্দু সদস্য লাল চাঁদ মালহি এই বক্তব্য রেখেছেন। বর্তমান সরকার সংখ্যালঘু হিন্দুদের সুরক্ষা দিতে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে।