চিনকে কড়া বার্তা দিতে ভারত-মার্কিন নৌবাহিনীর যৌথ মহড়া

0
699

বঙ্গদেশ ডেস্ক: চিনের বিরুদ্ধে ভারতের লড়াইয়ে পাশে থাকার বার্তা আগেই দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র৷ এবার চিনকে আরও কড়া বার্তা দিতে ভারতের সঙ্গে যৌথ নৌ-মহড়া শুরু করল মার্কিন যুক্তরাষ্ট্র৷ দুই দেশের নৌবাহিনীর এই মহড়ার পোশাকি নাম পাসেক্স বা পাসিং এক্সসারসাইজ৷

মার্কিন যুক্তরাষ্ট্রের এয়ারক্রাফ্ট বাহক নৌ-জাহাজ ইউএসএস নিমিটজ-সহ একাধিক নৌ-জাহাজ এই মহড়ায় অংশ নিচ্ছে৷ এই ইউএসএস নিমিটজ নৌ-জাহাজ৷ পরমাণু শক্তি সম্পন্নও৷ এই নৌ-জাহাজ শনিবার মালাক্কা প্রণালী পেরিয়ে ভারত মহাসাগরে প্রবেশ করে৷

ভারতের তরফে একাধিক যুদ্ধজাহাজ, সমুদ্রে নজরদারিতে ব্যবহৃত এয়ারক্রাফ্ট এই মহড়ায় অংশগ্রহণ করবে৷ মূলত, নৌবাহিনীর আন্দামান নিকোবর কমান্ড ও দ্য ইস্টার্ন নেভাল কমান্ড অংশ নেবে৷

এর আগে গত মাসে মালাক্কা প্রণালিতে ভারত ও জাপানের যুদ্ধজাহাজ যৌথ মহড়া দেয়৷ এছাড়া উচ্চ পর্যায়ের মালাবার নেভাল কমব্যাট এক্সসারসাইজে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ২০১৫ সাল থেকে বরাবর যোগদান করে আসছে জাপান৷