শহিদ দিবসের আগে আজ তৃণমূলের প্রহসনের পর্দাফাঁস বিজেপির

0
457

বঙ্গদেশ ডেস্ক: আগামিকাল ২১ শে জুলাই। তৃণমূলের শহিদ দিবস। কোভিড পরিস্থিতিতে এইবার ধর্মতলায় বিপুল জনসমাগম হবে না, তবে ভার্চুয়াল সভা করবে তৃণমূল। সেই সভার ঠিক একদিন আগেই তৃণমূলের শহিদ দিবস উদযাপন নিয়ে ভিডিও পোস্ট করল বিজেপি।

ভিডিওতে স্পষ্ট বলা হচ্ছে যে ‘তৃণমূলের শহিদ দিবস আদতে প্রহসন। মৃত্যু নিয়ে রাজনীতি নয়, মানুষের সামনে সত্যিটা তুলে ধরতে চাইছে ভারতীয় জনতা পার্টি।’ জানানো হয়েছে যে তৃণমূলের শহিদ দিবসের নামে প্রহসনের পর্দা ফাঁস করতে আজকেই বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ‘বুকলেট’ প্রকাশ করতে চলেছেন৷

ভিডিওতে বলা রয়েছে যে এই বুকলেটে মুখ্যমন্ত্রীর সব প্রহসনের প্রত্যুত্তর দিয়েছে বিজেপি৷ তৃণমূলের বিরুদ্ধে প্রতিবাদের আওয়াজ তুললে কীভাবে অত্যাচারিত হতে হয়, তাদেরকে মেরে ফেলা হয় সেই বিবরণ আছে। বিরোধী দলের সদস্যদের ওপর তৃণমূল কীভাবে অত্যাচার করেছে সেই কথা আছে।

বিজেপির রাজ্য সভাপতি বুকলেট প্রকাশ করার আগেই তার বিষয়বস্তু সম্পর্কে সাধারণ মানুষকে জানিয়ে ভিডিওটির একদম শেষে বলা হয়েছে যে ‘এবার মানুষ বিচার করবে, ২১শে জুলাই তৃণমূলের শহিদ দিবস নাকি প্রহসন দিবস।’

বাংলায় ক্ষমতায় আসার পরে আরও জাঁকজমক করে এই শহিদ দিবস পালন করে চলেছে তৃণমূল। শহিদ দিবসে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের অন্যান্য নেতামন্ত্রীদের বক্তব্য নিয়ে এতদিন ধরে বিরোধীরা প্রতিক্রিয়া দিলেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের দাপটে আজ অবধি এভাবে তৃণমূলের শহিদ দিবসকে কোনও বিরোধীদল সরাসরি ‘প্রহসন দিবস’ বলতে পারেনি। পশ্চিমবঙ্গের প্রধান বিরোধী দল হিসেবে উঠে এসে সেই স্পর্ধা দেখালো বিজেপি।