ইন্দো-চায়না দ্বন্দ্বের মধ্যে ১২টি পেট্রোল বোটের অর্ডার, প্যাংগং শো-তে এডভান্টেজ ভারতের

0
467

বঙ্গদেশ ডেস্ক – পূর্ব লাদাখ, ডোকলাম সহ একাধিক এলাকায় চীনা সেনার চালে বেশ কিছু ভুল হয়েছে, সাম্প্রতিক ইতিহাস সেটা বলছে। তারফলে শতাধিক চীনা সৈনিককে মারা যেতে হয় যখন তারা রমেশ বাবুকে বিনা প্ররোচনায় হত্যা করে। ভারত চীন সীমায় পূর্ব লাদাখের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এলাকায় অবস্থিত পাংগং শো লেক। এই এলাকাটির নিরাপত্তা ব্যবস্থাকে নিশ্ছিদ্র করতে নিয়মিত পেট্রোলিং করা হয়। তারপরেও এই অঞ্চলের নজরদারি বৃদ্ধি করতে ভারতীয় সেনাবাহিনীর ক্ষমতা আগের থেকে অনেকটাই বৃদ্ধি পেতে চলেছে। এই অঞ্চলে মোতায়েন করার জন্যে সেনাবাহিনী স্পেশালাইজড, মডিফায়েড এবং অতি দ্রুত চলাচল করতে পারে এমন ১২ টি নৌকার অর্ডার দিয়েছে। মোট ৬৫ কোটি টাকা ব্যায় হবে ডীলটি সম্পূর্ণ করতে, জানিয়েছে টাইমস অফ ইন্ডিয়া তাদের রিপোর্টে।

এই অর্ডারটির মধ্যে যে শুধু নতুন নৌকাই রয়েছে তা নয়, আগামী চার বছরের জন্য তাদের প্রয়োজনে অতিরিক্ত সরঞ্জাম সরবরাহ এবং সেগুলি রক্ষণাবেক্ষণের বিষয়েও আলোচনা আছে। এই ডীলটি ডিফেন্স পাবলিক সেক্টর আন্ডারটেকিং পিএসইউ গোয়া শিপইয়ার্ডকে প্রদান করা হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ২০২১ সালের মে মাস থেকেই টহলদারী নৌকা সরবরাহ শুরু করবে।

প্রসঙ্গত উল্লেখযোগ্য বিষয়টি হল, ২০১২-১৩ সাল থেকে ভারতীয় সেনা ১৭টি কুইক রিঅ্যাকশন টিম (কিউআরটি) নৌকা বাহিনীতে অন্তর্ভুক্ত করেছে। ভারতীয় সেনাবাহিনী চাইনীজ ‘পিপলস লিবারেশান আর্মি’ -এর ভারী’ টাইপ ৯২৮বি’ টহলদারী নৌকার সাথে পাল্লা দিতে সমকক্ষ এমন নৌকা খুঁজছিল।

‘টাইমস অফ ইন্ডিয়া’র প্রতিবেদন অনুসারে, ১২টি নতুন নৌকা কেনার আদেশ প্রমাণ করে যে ভারতীয় সেনাবাহিনী এই অঞ্চলে দীর্ঘকালীন স্ট্রাটেজিতে সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে। এখানে ২০২০ সালের জুন মাস থেকে ভারতীয় ও চীনা সেনাবাহিনী লাইন অফ কন্ট্রোল বরাবর, একাধিক স্থানে সংঘর্ষে লিপ্ত হয়েছে। চীনাদের ভারী নৌকার মোকাবিলায় দ্রুতগতির এই আক্রমণকারী বোটগুলি অনেক বেশি কাজের হবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।