চোরাচালানকে কেন্দ্র করে সীমান্তে নেপালী জনতা ও ভারতীয় জ‌ওয়ানদের মধ্যে খণ্ডযুদ্ধ

0
482

বঙ্গদেশ ডেস্ক:– স্বরাজ্যম্যাগ রিপোর্ট থেকে জানা যায়, গত সোমবারে নেপাল সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করছিল একটি মালবাহী ট্রাক। কিন্তু সন্দেহভাজন সেই ট্রাকটিকে দাঁড় করান সশস্ত্র সীমা বল বা এসএসবি-র জওয়ানরা।

সূত্রের খবর অনুযায়ী, ভারতে প্রবেশ করার মুখে ওই ট্রাক তল্লাশি করতে গিয়ে উদ্ধার হয় প্রচুর প্রসাধনী দ্রব্য‌। যার আনুমানিক মূল্য প্রায় সাড়ে ২৪ লক্ষ টাকা। বেআইনিভাবে ওই ট্রাক নিয়ে ভারতে ঢোকার চেষ্টা করার অপরাধে স্থানীয় নাওজলা গ্রামের বাসিন্দা বিক্রম চক্রবর্তী নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

সূত্র মারফত খবর পাওয়া যায়, এই ঘটনার পরদিন হঠাৎ করে উত্তরপ্রদেশের পিলিভিট জেলার নেপাল সীমান্তে সুন্দরনগর গ্রামের কাছে জমা হয় একদল নেপালি নাগরিক।

সীমান্তবর্তী এলাকার বাসিন্দা ওই নেপালি জনতা হঠাৎই এসএসবি-র জওয়ানদের বিরুদ্ধে সোচ্চার হয়ে ওঠে। তাদের অভিযোগ সীমান্তে ভারত ও নেপালের মাঝখানে নো ম্যানস ল্যান্ডে যেখানে জল জমেছে তার জন্য দায়ী ভারত।

মিডিয়া রিপোর্ট অনুযায়ী, বান্দরভোজ গ্রামের কাছে একটি সেচের জন্য যাওয়া পাইপ লাইনে ফাটল থেকে ওখানে জলটা জমেছে। কিন্তু তা নেপাল বা ভারতের জায়গায় জমেনি, জমেছে নো ম্যানস ল্যান্ডে।

কিন্তু সেখানে জল জমার জন্য নেপালী বাসিন্দারা শুধুমাত্র অভিযোগ জানিয়েই ক্ষান্ত হয়নি বরং তারা এসএসবি-র জওয়ানদের ওপরেও চড়াও হয়। পরিস্থিতি বেগতিক দেখে এসএসবি-র তরফে পুলিশে খবর দেওয়া হয়।

ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেশ বেগ পেতে হয় পুলিশকে। এর ফাঁকেই এসএসবি-র জওয়ানদের ২টি মোবাইল ছিনতাই করে নেয় ওই নেপালিরা বলে অভিযোগ। কিন্তু কেন এমন কাণ্ড?

এসএসবি মনে করছে এর পিছনে কাজ করছে চোরাচালানচক্র। নেপাল থেকে লুকিয়ে ভারতে বাইক বা অন্য গাড়ি মারফত চোরাচালান হয়। কিন্তু জল জমে থাকায় ওখান দিয়ে যাতায়াত করতে অসুবিধা হচ্ছে। কাদা, মাটি, জলে হড়কে যাচ্ছে যান। ফলে চোরাচালানে সমস্যা হচ্ছে। সেই কারণেই এত রাগ নেপালী বাসিন্দাদের।