পুতিনের সফর, ভারত-রাশিয়া সম্পর্কে নতুন উষ্ণতা। রুশ-আফগান অফিসাররা দিল্লীতে

0
632

বঙ্গদেশ ডেস্ক – রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের ভারত সফর নিয়ে আলোচনা করতে এবং আফগানিস্তানের দিকে মনোনিবেশ করতে ৫ – ৬ ই এপ্রিল দু’দিনের সফরে নয়াদিল্লিতে থাকবেন। ল্যাভরভ তার ভারতীয় ‘কাউণ্টারপার্ট’ বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্করের সাথে বৈঠক করবেন এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে সাক্ষাৎ করবেন।

“৫ ই এপ্রিল রাশিয়ার অর্থ মন্ত্রী নয়াদিল্লি সফর করবেন এবং তাঁর ভারতীয় কাউণ্টারপার্টের সঙ্গে আলোচনা করবেন। তারা দ্বিপাক্ষিক সম্পর্কের বর্তমান অবস্থান এবং শীর্ষ সম্মেলনের প্রস্তুতি নিয়ে আলোচনা করবেন, মহামারীবিরোধী লড়াইয়ে সহযোগিতা বাড়ানো নিয়েও কথা বলবেন” রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রকের মুখপাত্র মারিয়া জাখারোভা ঘোষণা করেছেন ।

বুধবার উইওন নিউজ এই বিষয়ে সর্বপ্রথম বিস্তারিত রিপোর্ট করে। এই বছর কোনও শীর্ষ রুশ সরকারী কর্মকর্তার ভারতে এটিই প্রথম সফর।

আফগানিস্তানে, রাশিয়ার বিশেষ দূত জামির কাবুলভের সঙ্গে থাকবেন লাভারভ। আফগানিস্তান সম্পর্কে, আমেরিকা, রাশিয়া, চীন এবং পাকিস্তান – এই দেশগুলিকে নিয়ে মস্কো ‘ত্রয়িকা প্লাস’ আলোচনার আয়োজন করে। নিজেদেরকে মস্কো, ভারতবন্ধু বলে দাবী করলেও এই বৈঠকে ভারতকে আমন্ত্রণ জানানো হয়নি।

এই বছরের শুরুর দিকে, ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ শ্রিংলা মস্কো সফরকালে ল্যাভরভকে ভারত সফরের আমন্ত্রণ জানান।ফরেন সেক্রেটারির মস্কো সফরের সময়, উচ্চস্তরীয় পরিদর্শন এবং আলোচনার বিষয়ে একটি রোডম্যাপ তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বলে উইওন তাদের প্রতিবেদনে উল্লেখ করেছে। বার্ষিক ভারত রাশিয়া সম্মেলনের জন্য রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের সফরের উপরে সবার দৃষ্টি থাকবে। কোভিড মহামারীর কারণে গত বছর এই শীর্ষ সম্মেলনটি অনুষ্ঠিত হতে পারেনি।

আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, দিল্লি থেকে ল্যাভরভ আবার কাবুলভের সঙ্গে ৬ থেকে ৭ ই এপ্রিল ইসলামাবাদ যাবেন। জাখরোভা বলেছিলেন, “তিনি তার পাক সমকক্ষের সঙ্গে উভয়দেশের সম্পর্কের স্থিতিস্থিলতা ও বাণিজ্য, সন্ত্রাসবিরোধী কাজ এবং আফগানিস্তানকে শক্তিশালী করার বিষয়ে আলোচনা করতে যাচ্ছেন।”