UN-এ মুখ পুড়ল ইমরানের, পাকিস্তানি দ্বিচারিতা এবং জঙ্গী মদতের বিরোধে সোচ্চার ভারত

0
579

বঙ্গদেশ ডেস্ক – বুধবার ভারত, আল কায়েদা ইসলামিক স্টেট (আইএসআইএল) এবং অন্যান্য সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলির সঙ্গে পাকিস্তানের সংযোগ এবং নিজেদের দেশে তাদের “নিরাপদ আশ্রয়স্থল” দেওয়ায় পাকিস্তানের ভূমিকার বিষয়টি রাষ্ট্রসঙ্ঘে উত্থাপিত করে। জাতিসংঘে ভারতের রাষ্ট্রদূত টিএস তিরুমূর্তি বলেন, “আল কায়দার মতো সন্ত্রাসী সংগঠনগুলি এবং নিষিদ্ধ হাক্কানী নেটওয়ার্ক ও তার সমর্থকদের সঙ্গে পাকিস্তানি কর্তৃপক্ষ স্বাচ্ছন্দ্যের সঙ্গে কাজ করেছে, বিশেষত আইএসআইএলকে (খোরাসান মডেল), তেহরিক এ তালিবান পাকিস্তান ইত্যাদির সঙ্গে তাদের যে সম্পর্ক রয়েছে, সেটি আমাদের ভুলে যাওয়া উচিত নয়”।

তিনি ব্যাখ্যা করে জানান “বিশ্ব সম্পূর্ণরূপে অবগত যে এই গোষ্ঠীগুলি পাকিস্তানের নিরাপদ আশ্রয়স্থল থেকে সন্ত্রাসবাদী কর্মকাণ্ড পরিচালনা করে আর আফগানিস্তানে হামলা চালিয়ে শান্তি প্রক্রিয়াকে ব্যাহত করে”, এই বক্তব্যটি উইওন নিউজ তাদের রিপোর্টে উল্লেখ করেছে।

আন্তর্জাতিক শান্তি ও সুরক্ষার জন্য ইসলামিক স্টেট (আইএসআইএল / দায়েশ) যে কতটা ক্ষতিকারক সেই বিষয়ে জাতিসংঘের সেক্রেটারি-জেনারেলের (SG) দ্বাদশতম আলোচনায় বক্তব্য রাখতে গিয়ে ভারতের প্রতিনিধি এই মন্তব্য করেন।

ভারতীয় রাষ্ট্রদূত UNSG-র ISIL-বিষয়ক রিপোর্টের উল্লেখ করে ISIL এবং আল-কায়দার মতো লস্কর-ই-তৈবা, জাইশ-ই-মোহাম্মদ ও অন্যান্য পাকিস্তানভিত্তিক সন্ত্রাসী গোষ্ঠীগুলিকেও বৈশ্বিক ‘স্যাংশান’ -এর আওতায় আনার দাবি জানান। প্রকৃতপক্ষে তিরুমূর্তি আফগানিস্তানে বিশেষ করে কুনার ও নানগারারে “সন্ত্রাসবাদী দলগুলির স্থান পরিবর্তনের” দিকে ইঙ্গিত করেন।

তিনি আরও বলেন আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে আন্তর্জাতিক সীমান্ত বরাবর ডুরান্ড লাইন পেরিয়ে যে অঞ্চলগুলি রয়েছে, “এই রিপোর্টে তাদের নাম না রাখাটাই একটি বিরাট ভুল কারণ এতে এই অঞ্চলের পরিস্থিতির একটি আংশিক এবং পক্ষপাতদুষ্ট দৃষ্টিভঙ্গিই প্রকাশ পায়।”

ভারতের পররাষ্ট্র বিষয়ক মন্ত্রী ডঃ এস জয়শঙ্কর গত মাসে রাষ্ট্র সংঘের মঞ্চে একটি গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছিলেন। জাতিসংঘকে সন্ত্রাসবাদ মোকাবিলার জন্য ৮ টি বিষয়ে নজর রাখার পরামর্শ দিয়েছিলেন। এ ক্ষেত্রে তিনি এফএটিএফ-কে শক্তিশালী করার ব্যাপারে বিশেষ গুরুত্ব দেবার অঅনুরোধ জানান। বলা বাহুল্য, FATF শক্তিশালী হলে পাকিস্তানের মত জঙ্গীদেশগুলি আর সন্ত্রাসীদের মদত দিতে পারবে না।