ভারতের হস্তক্ষেপে অবশেষে দেশে ফিরছেন, চীনে আটক ১৮ জন নাবিক

0
581

বঙ্গদেশ ডেস্ক – শেষপর্যন্ত প্রতিক্ষার অবসান। জগ আনন্দ ভারতের একটি মালবাহী জাহাজ, ১৩ ই জুন থেকে যেটি চীনের হুবেই প্রদেশের জিংট্যাং বন্দরে দাড়িয়েছিল। জাহাজে ছিলেন ২৩ জন ভারতীয় নাবিক। আরও একটি জাহাজ এমভি আনাস্তাশিয়া, ২০ শে সেপ্টেম্বর থেকেই চীনের কাওফেইডিয়ান বন্দরে নোঙর ফেলেছিল। দু’টি জাহাজই মাল নিয়ে গিয়েছিল চীনে। কিন্তু করোনার অজুহাতে চীন তাদের পণ্য খালাসের অনুমতি যেমন দেয়নি তেমনই জাহাজ দু’টিকে ফেরত আসার বা নাবিকদের পরিবর্তন করার অনুমতিও দেয়নি। ফলে মাল খালাসের অপেক্ষায় বন্দরে ঠায় দাঁড়িয়ে ছিল দুটি জাহাজই।

এখন তাদের এবং তাদের পরিবারের জন্য কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী টুইট করে একটি সুখবর জানান। আগামী ১৪ ই ফেব্রুয়ারি পণ্যবাহী এমভি আনাস্তাশিয়ার ১৮ জন নাবিকই দেশে ফিরছেন। এর আগে গত মাসের ১৪ ই জানুয়ারি এমভি জগ আনন্দের ২৩ জন সদস্যই সুস্থ্য শরীরে দেশে ফিরে আসেন বলে সংবাদ প্রতিদিন তাদের রিপোর্টে জানিয়েছে।

কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী টুইট করে আরও জানান, “দিনের শুরুটা খুব সুন্দর হলো। এমভি আনাস্তাশিয়াতে আটক ১৮ জন ভারতীয় নাবিকই অবশেষে দেশে ফিরছেন। জাপান থেকে রওনা হয়ে ১৪ ফেব্রুয়ারি তাঁরা ভারতে পৌঁছাবেন এবং দ্রুত নিজেদের পরিবারের মানুষদের সঙ্গে দেখাও করতে পারবেন। চীনের ভারতীয় দূতাবাসের আধিকারিকরা খুব ভাল কাজ করেছেন।” প্রসঙ্গত উল্লেখ্য নয়াদিল্লীর বিদেশ মন্ত্রকের আধিকারিকরা এবং বেজিংয়ের ভারতীয় দূতাবাস হাতে হাত মিলিয়ে কাজ করেছিল এই আটক নাবিকদের ফিরিয়ে আনতে।

সুষমা স্বরাজ থেকে এস জয়শঙ্কর, ভারতের বিদেশমন্ত্রক বরাবরই গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে বিদেশে আটকে থাকা ভারতীয় নাগরিকদের দেশে ফিরিয়ে আনতে।