মহুয়া মৈত্রের বিরূপ ও অপমানজনক মন্তব্যের ইস্যুতে মহুয়াকে একহাত নিলেন তসলিমা নাসরিন 

0
770

বঙ্গদেশ ডেস্ক: কিছুদিন আগেই বিচার ব্যবস্থা, রাম মন্দির ও প্রধান বিচারপতিকে লক্ষ্য করে সংসদে অপমানজনক মন্তব্য করে আলোচনায় এসেছিলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। সংসদে বক্তব্য রাখতে এই ইস্যুগুলোকে উদ্ধৃত করে একের পর এক অপমানজনক মন্তব্য করেছিলেন তিনি। মহুয়া মৈত্র বিচার ব্যবস্থাকে উদ্ধৃত করে, কেন্দ্র সরকারের বিরুদ্ধে অভিযোগ করে বলছিলেন, ” আদালত কেন্দ্রীয় সরকারের চাপে পড়ে রায় দেয়। বিচার ব্যবস্থা পবিত্র নেই। কেন্দ্র সরকার ভুয়ো খবর ছড়ায়।” 

এছাড়াও রাম মন্দিরের প্রসঙ্গ টেনে তিনি প্রধান বিচারপতিকে উদ্ধৃত করে বলেছিলেন, “রাম মন্দিরের পক্ষে রায় দেওয়ার কারণ রঞ্জন গগৈ চাপে পড়ে গিয়েছিলেন। সেজন্যেই তিনি রাম মন্দিরের পক্ষে রায় দিয়েছেন।”

তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের এই অপমানজনক মন্তব্যের পর বিতর্ক উঠেছিল দেশজুড়ে। সংসদেও উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, প্রতিবাদ করেছিল বিজেওয়ার সদস্য আর সরকার। তারই ধারাবাহিকতায় এবার মহুয়া মৈত্রকে একহাত নিলেন ইসলামিক বাংলাদেশের নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন। 

তসলিমা নাসরিন বরাবরই দ্বিচারিতামূলক কর্মকাণ্ড নিয়ে সরব। এবারও তিনি সেই ধারাবাহিকতা বজায় রাখলেন। নিজের ট্যুইটার হ্যান্ডেলে, একটি ট্যুইটের মাধ্যমে তিনি মহুয়া মৈত্রের বক্তব্যের বিষয়ে তাঁর প্রতিক্রিয়া ব্যক্ত করে লিখেছিলেন, ” A. She was so brilliant, so courageous! Spoke truth so well at the assembly!

B. Truth about what? 

A. About opposition party. 

B. Is her party perfect? 

A. No. 

B. Is she critical of her party’s wrongdoing? 

A. Nope. 

B. Then she is not brilliant, not even courageous. “

তসলিমা নাসরিনের এই বক্তব্য, মহুয়া মৈত্রের অপমানজনক মন্তব্যের ইস্যুটিকে আরও আলোচনায় এনে দিয়েছে। নেটিজেনদের মধ্যে এখনও বিষয়টি নিয়ে চর্চা চলছে। তবে যেহেতু প্রধান বিচারপতি ও রাম মন্দিরের বিষয়ে সরকার বরাবরই জিরো টলারেন্স নীতি বজায় রেখেছে, তাই তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের এই বিরূপ ও অপমানজনক মন্তব্যের জন্য, তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার সম্ভাবনা রয়েছে।