শক্তি বাড়াচ্ছে ভারতীয় বায়ুসেনা, আগামী মার্চের মধ্যেই আসছে ১৭ টি রাফায়েল

0
695

বঙ্গদেশ ডেস্ক: – ভারতের বায়ুসেনা সর্বদা তৈরি দেশ সেবায়। তবে পরিস্থিতি অনুযায়ী যথোপযুক্ত সরঞ্জাম না থাকলে কোনও সেনার পক্ষেই লড়াই করা সম্ভব নয়, সে তারা যতই ভালোভাবে ‘ট্রেনিং’ প্রাপ্ত হোক না কেন। বহুযুগ ধরে ভারতীয় বায়ুসেনা মান্ধাতা আমলের বিমান নিয়ে শত্রুর মোকাবিলা করেছে, কিন্তু বর্তমান যুগের হাওয়ার সঙ্গে তাল মিলিয়ে প্রয়োজনানুরূপ বিমান, অস্ত্র ও সরঞ্জামের ব্যবস্থা করছে ভারত সরকার। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং সোমবার জানিয়েছিলেন, আগামী মার্চের মধ্যে ভারতে আরও ১৭ টি রাফায়েল জেট আসবে। এই ফরাসি যুদ্ধবিমানের পুরো ব্যাচটিই আগামী এপ্রিল, ২০২২ এর মধ্যে ভারতে এসে পৌঁছাবে বলে প্রতিরক্ষামন্ত্রক সূত্রে সোমবার জানানো হয়েছে।

ভারত ২০১৬ সালের সেপ্টেম্বর মাসে ৫৯,০০০ কোটি টাকা ব্যয়ে এই ৩৬ টি যুদ্ধবিমান কিনতে ফ্রান্সের কোম্পানি ড্যাসল্ট এভিয়াশনের সাথে একটি ‘গভর্নমেন্ট টু গভর্নমেন্ট’ চুক্তি করে। এরপর অনেক কাঠখড় পুড়িয়ে সেটি বাস্তবায়িত হয় এবং ফ্রেঞ্চ বিমানগুলি পর্যায়ক্রমে ভারতে আসতে থাকে। ২০২০ সালের ১০ ই সেপ্টেম্বর প্রথম পাঁচটি রাফায়েল বিমানকে আইএএফ-এর অন্তর্ভুক্ত করা হয় বলে ডিফেন্স নিউজ তাদের রিপোর্টে উল্লেখ করেছে।

“এখন অবধি (জানুয়ারি পর্যন্ত) ১১টি রাফায়েল ভারতে এসে পৌঁছেছে। আরও ১৭ টি রাফায়েল আমাদের দেশে আসবে। আমি জানাতে চাই ২০২২-এর এপ্রিলের মধ্যেই সব রাফায়েল ভারতে এসে যাবে,” রাজনাথ সিং রাজ্যসভায় তার ভাষণে এই তথ্য জানান। মাননীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং একটি স্বাগত অনুষ্ঠানে এই রাফায়েল গুলিকে বাহিনির অন্তর্ভুক্ত করেন। অনুষ্ঠানটিতে মোট ব্যয় ছিল ৪১.৩২ লক্ষ টাকা, যার মধ্যে জিএসটি বাবদ ৯.১৮ লক্ষ টাকা খরচ হয় বলে সংবাদ প্রতিদিন তাদের রিপোর্টে উল্লেখ করেছে।

সরকার আগামী দিনগুলিতে প্রতিরক্ষা ব্যবস্থার আরও বেসরকারিকরণ করবে কিনা এই প্রশ্নের উত্তরে প্রতিরক্ষা মন্ত্রী বলেন, “আমরা প্রতিরক্ষা ব্যবস্থাগুলির দেশীয়করণ (Indigenisation) -এর দিকে বিশেষ নজর দিচ্ছি”। এ বছর ২৬শে জানুয়ারির প্যারেডে রাফায়েলের কেরামতি সকলের দৃষ্টি কেড়েছিল। মোট ১০১টি সরঞ্জাম দেশেই তৈরি করা হবে বলে জানিয়েছিলেন রাজনাথ সিং। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে আগামী দিনে চীন এবং পাকিস্তানের আকাশ যুদ্ধে মহড়া নিতে এই রাফায়েল বিমান অত্যন্ত কার্যকর ভূমিকা নেবে।