অশিক্ষার চুড়ান্ত! ‘ইসলামবিরোধী’ হওয়ায় পাকিস্তানে গৌতম বুদ্ধের প্রাচীন মূর্তি ভাঙল স্থানীয়রা

0
551

বঙ্গদেশ ডেস্ক: পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া জেলায় একটি বাড়ির ভিত নির্মাণ করছিলেন কয়েকজন শ্রমিক। খুঁড়তে খুঁড়তেই তাঁরা হঠাৎ করে একটি বুদ্ধ মূর্তি খুঁজে পান। কিন্তু মুর্তিপুজো যে ইসলামে নেই, তাই মূর্তিটি ইসলামবিরোধী৷ সেই কারণে সেটিকে ভেঙে গুঁড়িয়ে দিয়েছে তারা। ঘটনাটি ঘটেছে ওই জেলার মর্দানে তখত ভাই অঞ্চলে।

খুবই অল্প সময়ের মধ্যে এই ঘটনার ভিডিওটিও ভাইরাল হয়ে যায় নেটদুনিয়ায়। ভাইরাল ভিডিওতে স্পষ্ট শোনা যাচ্ছে যে বাড়ির ভিত নির্মাণকারী শ্রমিকরা বলছেন এই মূর্তি ইসলাম বিরোধী, তাই তাঁরা ভেঙে ফেলছেন। অভিযোগ উঠছে যে জনৈক মৌলবীর পরামর্শে এই কাজটি করেছে বাড়ির ভিত নির্মাণের সাথে যুক্ত সেই ঠিকাদার। মৌলবী তাকে বুঝিয়েছিল যে ওই মূর্তি থাকলে সমস্যা হতে পারে, ঠিকাদারের অনিষ্ট হতে পারে। এই কথাতেই প্রভাবিত হয়ে ঠিকাদার ভেঙে ফেলে মূর্তিটি।

ভিডিওটি নিমেষেই ভাইরাল হওয়ার পর বিভিন্ন মহল থেকে চাপ সৃষ্টি হওয়ায় পাকিস্তানের পরিবহন মন্ত্রক জানায় যে প্রশাসন এই ঘটনার খবর পেয়েছে এবং উপযুক্ত তদন্ত করা হয়েছে। পাকিস্তানের পুরাতত্ত্ব বিভাগের প্রধান আবদুল সামাদ বলেছেন যে এই দুষ্কর্মের সাথে যুক্ত সকলেই কঠিন শাস্তির মুখে পড়বে৷ খুব দ্রুতই অপরাধীদের গ্রেফতার করা হবে৷ ঠিক কোন অঞ্চলে এই মূর্তি পাওয়া গিয়েছে, ভিডিও দেখে তা ইতিমধ্যেই শনাক্ত করা হয়েছে বলে জানান তিনি৷

প্রসঙ্গত বলে রাখা ভাল, পাকিস্তানের এই অঞ্চলটি ২০০ খ্রীস্টপূর্বাব্দ সময়কালীন গান্ধার সভ্যতার কেন্দ্রস্থল ছিল। ১৮৩০ খ্রিষ্টাব্দের পর থেকে এই অঞ্চল থেকে পুরাতত্ত্ববিদরা বহু প্রাচীন স্থাপত্য, মুর্তি খুঁজে পেয়েছেন।