AI এবং এডভান্সড ড্রোন সিস্টেম পেতে ভারতীয় সেনা উন্নত 5G নেটওয়ার্কে জুড়ছে

0
603

বঙ্গদেশ ডেস্ক – ভারত, নিজের সশস্ত্র বাহিনীর তিনটি শাখাকে একত্রে পরবর্তী প্রজন্মের ৫ জি প্রযুক্তি, কৃত্রিম ইণ্টালিজেন্স প্রযুক্তি (এআই) এবং মানব বিহীন বাহনের সিস্টেমের দ্বারা যোগ করতে চাইছে। এক্ষেত্রে ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীনের মতো শীর্ষস্থানীয় বৈশ্বিক শক্তির সঙ্গে টক্কর দেবে।

বিরোধী শিবিরের পদক্ষেপগুলি আগে থেকে অনুমান করার জন্য, ৫ জি প্রযুক্তি এবং ‘এআই’ ব্যবস্থাকে কাজে লাগানোর জন্য, ভারতীয় প্রতিরক্ষা ক্ষমতাকে, ব্যাপকভাবে উন্নত করার ভাবনা চলছে।

“ভবিষ্যতে মানব বিহীন যানবাহন এবং এআই টেক্নোলজি ব্যবহারের কথা বিবেচনা করে সশস্ত্র বাহিনীকেও ৫ জি নেটওয়ার্কে স্থানান্তরিত করতে হবে। এটিকে প্রাসঙ্গিক রূপে ব্যবহারের ক্ষেত্রে ৫ জি সংযোগ ব্যবস্থাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় প্রয়োজনীয় পদক্ষেপ নেবে” প্রতিরক্ষা মন্ত্রকের সচিব অজয় ​​কুমার, ইকোনমিক টাইমসকে ইণ্টার্ভিউ দিতে গিয়ে বলেছিলেন।

মার্কিন প্রতিরক্ষা দফতর গত বছরের অক্টোবরে জানিয়েছিল যে তারা ৫ জি টেক্নোলজি নির্দিষ্ট সামরিক সাইটে পরীক্ষার উদ্দেশ্যে ৬০০ মিলিয়ন ডলার ব্যয় করবে।

ভারতের প্রতিবেশী রাষ্ট্র চীনও ইতিমধ্যেই এআই, সমুদ্রের তলদেশে তার বিছানো, কোয়ান্টাম কম্পিউটিং সহ অসংখ্য প্রতিরক্ষা অ্যাপ্লিকেশনগুলিতে ৫ জি পরিষেবা অন্তর্ভুক্ত করার জন্য উচ্চ মাত্রায় বিনিয়োগ করা শুরু করেছে।