রামেশ্বরমে ভারতের প্রথম উলম্বন সেতু তৈরির ঘোষণা রেলমন্ত্রীর

0
679

বঙ্গদেশ ডেস্ক: ভারতের প্রথম ভার্টিক্যাল লিফ্ট বা উলম্বন সেতু তৈরি হতে চলেছে তামিলনাডুর রামেশ্বরমে। রামেশ্বরমের পাম্বান দ্বীপের সঙ্গে তামিলনাডুর মূল ভূখণ্ডের সংযোগকারী হিসাবে ইতিমধ্যে দুটো সেতু রয়েছে। পাশাপাশি নতুন সেতুটিও ওই এলাকার যোগাযোগ পরিকাঠামোকে আরও উন্নত করবে বলে আশা করা যায়। কেন্দ্রীয় রেলমন্ত্রী পীযুষ গোয়েলের এই ঘোষণা দেশবাসীর মনে আশার আলো জুগিয়েছে।

গত রবিবার একটি ট্যুইট করে রেলমন্ত্রী এই খবর প্রকাশ করেন৷ তিনি বলেছেন, খুব শীঘ্রই রেলমন্ত্রকের তরফ থেকে দেশবাসীকে খুশির খবর দেওয়া হবে। সূত্রের খবর, করোনা পরিস্থিতিতে গোটা দেশে যখন ট্রেন চলাচল কার্যত বন্ধ রয়েছে সেই সময়টাকে কাজে লাগিয়ে রেলের একাধিক অসমাপ্ত কাজ দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছিল রেলমন্ত্রক। সেই সুযোগের সদ্ব্যবহার করে এই সেতু নির্মাণের কাজও দ্রুতগতিতে এগোচ্ছে বলে জানা গিয়েছে।

আগে থেকেই পাম্বান দ্বীপের সঙ্গে মূল ভূখণ্ডের সংযোগকারী একটি সড়কপথ এবং একটি রেলের সেতু রয়েছে। উক্ত সেতুটি নির্মিত হলে যোগাযোগ ব্যবস্থা আরও সুগম হয়ে উঠবে বলে আশাবাদী স্থানীয় বাসিন্দারা। পাশাপাশি ভারতের প্রথম ‘ভার্টিক্যাল লিফ্ট’ ব্রিজের শিরোপাও পেতে চলেছে এই সেতুটি।