NASA পরিচালিত চন্দ্রাভিযানে রয়েছেন ভারতীয় বংশোদ্ভূত রাজা চারী

0
456

বঙ্গদেশ ডেস্ক: কল্পনা চাওলা, সুনীতা উইলিয়ামসের পর এবার রাজা চারী ভারতের নাম উজ্জ্বল করতে চলেছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের চন্দ্রাভিযানে সামিল হয়েছেন ভারতীয় বংশোদ্ভূত এই অ্যাস্ট্রনমিক্যাল ইঞ্জিনিয়ার।

মার্কিন যুক্তরাষ্ট্রের Artemis মুন ল্যান্ডিং প্রোগ্রামে পাঠানোর জন্য এবার ১৮ মাহাকাশচারীকে বাছাই করেছে NASA। সেই দলে রয়েছে রাজাও। সঙ্গে রয়েছেন কয়েকজন মহিলাও। এদের প্রশিক্ষণ দেবে নাসা।

জি নিউজের প্রতিবেদনে উল্লেখ রয়েছে, ২০১৭ সালে অ্যাস্ট্রনট কর্পে যোগ দেন রাজা। ১৮ হাজার প্রার্থীর মধ্যে থেকে বেছে নেওয়া হয় তাঁকে। Iowa-র বাসিন্দা রাজা চারি মার্কিন বায়ু সেনার কর্ণেল পদে ছিলেন। তারপর নাসায় যোগদান করেন এই অ্যাস্ট্রনমিক্যাল ইঞ্জিনিয়ারের।

বুধবার মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেনস ওই ১৮ মহাকাশচারীকে দেশবাসীর সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছেন। তিনি বলেন, ‘ভবিষ্যতের হিরোদের আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি। এদের হাত ধরেই আমরা ফের চাঁদে পাড়ি দেবো।’

নাসার তরফে জানানো হয়েছে, ২০২৪ সাল নাগাদ চাঁদে পাড়ি দেবেন এই নভঃশ্চররা। যে ১৮ জনকে বেছে নেওয়া হয়েছে তাদের অনেকেই মহাকাশ ভ্রমণ সম্পর্কে অভিজ্ঞ। কেট রুবিন্স ও ভিক্টর গ্রোভার নামের দুই মহাকাশচারী বর্তমানে আন্তর্জাতিক স্পেস স্টেশনে রয়েছেন।