হিন্দু ধর্ম ও রাষ্ট্রের অবমাননাকারী বলিউডের লোভনীয় প্রস্তাবে নারাজ গায়িকা মৈথিলী

0
761

বঙ্গদেশ ডেস্ক: কুড়ি বছর বয়সী গায়িকা মৈথিলী ঠাকুর। সাধারণত লোকসঙ্গীত গেয়ে বেশ জনপ্রিয়তা লাভ করেছেন এই তরুণী গায়িকা। কিন্তু ফের একবার সংবাদ শিরোনামে উঠে এসেছেন তিনি। তবে নিজের গায়কীর জন‍্য নয়, বরং নিজের এক সিদ্ধান্তের জন‍্য লাইমলাইটে এসেছেন মৈথিলী।

বলিউডে গান করার স্বপ্ন সকলের‌ই থাকে কিন্তু মৈথিলী প্রবেশ করতে চান না বলিউডে। বলিউডে গান গাওয়ার প্রস্তাব নাকচ করেছেন তিনি। এমন‌ই এক সিদ্ধান্ত নিয়েছেন এই তরুণী গায়িকা। কিন্তু হঠাৎ এমন সিদ্ধান্তের কারণ কি? জানা গিয়েছে, বলিউডের উপর বেজায় চটে আছেন তিনি। তাই এই সিদ্ধান্ত।

তাঁর অভিযোগ, হিন্দু ধর্ম ও রাষ্ট্রকে নিরন্তর অবমাননা করে চলেছে বলিউড। সেই কারণেই বেশ কিছু লোভনীয় প্রস্তাবে না করে দিয়েছেন তিনি। তবে নিজের গান বন্ধ করেননি মৈথিলী। লোকসঙ্গীত সহ নিজের গানের চর্চা তিনি ঠিকই চালিয়ে যাবেন বলে জানিয়েছেন। কিন্তু তাঁর কড়া বক্তব্য, বলিউডে কোনোদিনই প্রবেশ করবেন না। এমন‌ই বজ্রকঠিন সিদ্ধান্ত তাঁর।

বিষয়টি প্রকাশ‍্যে আসার পর থেকেই টুইটারে প্রশংসিত হয়েছেন মৈথিলী। অনেকেই লিখেছেন, মৈথিলীকে নিয়ে গর্ব করা উচিত। অর্থ প্রতিপত্তি যে সংষ্কৃতি, ধর্ম, বা আদর্শের চেয়ে বড় নয় সেটাই প্রমাণ করে দিয়েছেন মৈথিলী।

২০০০ সালের ২৫ জুলাই বিহারের মধুবনীতে জন্মেছেন মৈথিলী ঠাকুর। হিন্দি ছাড়াও ভোজপুরি, মৈথিলী সহ অন‍্য বেশ কিছু ভাষায় গান গাইতে স্বাচ্ছন্দ্য তিনি। সোশ‍্যাল মিডিয়াতেও তাঁর অনুরাগীদের ভিড় দেখার মতো। তাঁর নতুন কোনো গানের ভিডিও আপলোড হলেই সঙ্গে সঙ্গে ভাইরাল হয়ে যায় সোশ‍্যাল মিডিয়ায়।