‘আইপিএলই ধোনিকে আন্তর্জাতিক মঞ্চে ফেরাবে’

0
539

বঙ্গদেশ ডেস্ক: দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে শুরু হতে চলেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ৷ হাই প্রোফাইল এই লিগে বরাবরই ভালো খেলছেন সুরেশ রায়না৷ বলা যায়, বছরের পর বছর আইপিএলে চেন্নাই সুপার কিংসের ভালো পারফরম্যান্সের পিছনে কানপুরের এই বাঁহাতির অনেকটাই অবদান রয়েছে৷

এবারও ভালো পারফরম্যান্স করার জন্য মুখিয়ে রয়েছেন ধোনির দলের এই গুরুত্বপূর্ণ সদস্য৷ তাই তিনি নিজের টেকনিক-ফর্ম যেমন ঝালিয়ে নিচ্ছেন, তেমনই দেখছেন পারিপার্শ্বিক পরিস্থিতির বিষয়টি৷ সেই কারণেই তিনি অবলীলায় বলতে পারছেন যে সংযুক্ত আরব আমিরশাহীতে আবহাওয়া একটা বড় ফ্যাক্টর হতে চলেছে৷

সম্প্রতি তিনি একটি সর্বভারতীয় সংবাদসংস্থাকে সাক্ষাৎকার দিয়েছেন৷ সেখানেই তিনি সংযুক্ত আরব আমিরশাহীর আবহওয়ার কথাটা তুলে ধরেছেন৷ জানিয়েছেন, ওই দেশের আবহাওয়াই এবারের আইপিএলকে আরও বেশি চ্যালেঞ্জিং করে তুলবে৷ প্রসঙ্গত, প্রতি বছর মার্চ থেকে মে মাসের মধ্যে ভারতে আয়োজিত হয় হাইপ্রোফাইল এই ক্রিকেট লিগ৷

যেখানে অংশগ্রহণ করেন ভারত ও সারা বিশ্বের নামী-দামি ক্রিকেটাররা৷ কিন্তু এই বছর করোনা ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ায় আইপিএল পিছিয়ে দেওয়া হয়৷ শেষ পর্যন্ত এই প্রতিযোগিতা হতে চলেছে সংযুক্ত আরব আমিরশাহীতে৷ সেপ্টেম্বর থেকে নভেম্বরের মধ্যে চলবে এই প্রতিযোগিতা৷

২০১৯ সালের আইপিএলের পর তিনি চোটের জন্য দীর্ঘ সময় খেলতে পারেননি৷ আন্তর্জাতিক ক্রিকেট থেকেও তিনি বাইরে৷ তাই এবারের লিগে ভালো খেলে রায়না চাইছেন আন্তর্জাতিক মঞ্চে আবারও প্রত্যাবর্তন করতে৷ পাশাপাশি তিনি মনে করেন টি-২০ বিশ্বকাপ পিছিয়ে যাওয়াতে লাভ হয়েছে তাঁর৷

কারণ, তিনি পরপর দু’টি আইপিএল পাচ্ছেন, নিজেকে প্রমাণ করার জন্য৷ একই সঙ্গে তাঁর আশা, এই আইপিএলের মধ্য দিয়েই ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিও কামব্যাক করবেন আন্তর্জাতিক ক্রিকেটে৷