বিশ্বজয় বাঙ্গালীর, কান চলচ্চিত্র উৎসবে পুরষ্কার পেল শৌনক সেনের ছবি

বঙ্গদেশ ডেস্ক:কান চলচ্চিত্র উৎসবে দেশের মুখ উজ্জ্বল করেছেন বাঙ্গালী পরিচালক সৌনক সেন। তাঁর ছবির নাম, ‘অল দ্যাট ব্রিদস’। একমাত্র ভারতীয় ছবি হিসেবে ২০২২ সালের ‘ল’ওয়েল ডি’অর’ পুরস্কারে ভূষিত হয়েছে এই চলচ্চিত্র। এই ছবির নির্মাতা জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র সৌনক সেন।

প্রসঙ্গত উল্লেখ্য, ২০১৫ সালে কান চলচ্চিত্র উৎসবের সহযোগিতায় ফরাসি লেখকদের একটি গোষ্ঠী ‘ল’ওয়েল ডি’অর’ পুরস্কার দেওয়ার রীতি চালু করেন। যার অপর নাম, ‘গোল্ডেন আই অ্যাওয়ার্ড’। এবার সেই সম্মানই বাঙ্গালী পরিচালক সৌনকের ঝুলিতে গেল।এটি শৌনক সেনের দ্বিতীয় তথ্যচিত্র। এর আগে ২০১৬ সালের দিল্লির গৃহহীনদের রাতে ঘুমানোর জায়গা খোঁজার গল্প নিয়ে সিটিস অফ স্লিপ নামের একটি তথ্যচিত্র নির্মাণ করেছিলেন তিনি।

সৌনকের তথ্যচিত্রটি মোট ৯০ মিনিটের। দিল্লির প্রত্যন্ত গ্রাম ওয়াজিরাবাদে একটি পরিত্যক্ত বেসমেন্টে থাকেন মহম্মদ সৌদ এবং নাদিম শাহজাদ। তাদের জীবনকে নিয়েই তৈরি ছবির কাহিনি। তবে এই ছবির সব চেয়ে আকর্ষণীয় দিক হল মহম্মদ এবং নাদিমের অদ্ভুত নেশা। আহত পাখি, বিশেষত কালো চিল উদ্ধার করে সেবা শুশ্রূষা করেন তারা। সেই কাহিনীই ক্যামেরাবন্দি করেছেন সৌনক।

কান-এ বিশেষ প্রদর্শন বিভাগে ‘অল দ্যাট ব্রিদস’-এর প্রিমিয়ার হয়েছিল। ৯০ মিনিটের তথ্যচিত্র সেখানেই ফরাসি বিচারকদের মন জিতে নিয়েছেন। অল দ্যাট ব্রিদস এর আগে সানড্যান্স চলচ্চিত্র উৎসবে গ্র্যান্ড জুরি পুরস্কারে ভূষিত হয়েছিল। তার উপর ৭৫ তম কান চলচ্চিত্র উৎসবেও বাজিমাত করেছেন, সব মিলিয়ে খুশির পালক জুটেছে দেশের মুকুটে।