করোনা পরিস্থিতি মোকাবেলায় ১ মিলিয়ন ডলারের সাহায্য পাঠালো বিশ্ব হিন্দু পরিষদ আমেরিকা 

বঙ্গদেশ ডেস্ক:করোনা মহামারির সেকেন্ড ওয়েভের কবলে গোটা বিশ্ব। ভারতেও তারই ধারাবাহিকতায় করোনা প্রকোপ বেড়েছে। সাময়িকভাবে অক্সিজেন সংকট দেখা দিলেও তা থেকে ধীরে ধীরে বেরিয়ে আসার চেষ্টা করছে দেশ। আমেরিকা, ফ্রান্স, অস্ট্রেলিয়া সহ মিত্র দেশগুলো ভারতের পাশে এসে দাঁড়িয়েছে এই সংকটে। মাতৃভূমির সংকটে দেশপ্রেমিক ভারতীয়রাও ঝাঁপিয়ে পড়েছে মাতৃভূমির এই সংকট মোকাবেলার জন্যে। তারই অংশ হিসেবে সম্প্রতি বিশ্ব হিন্দু পরিষদ আমেরিকা ভারতের করোনা পরিস্থিতি মোকাবেলায় ১ মিলিয়ন ডলারের সাহায্য পাঠানোর ঘোষণা দিয়েছে। 

ভারতের করোনা পরিস্থিতি মোকাবেলার জন্যে বিশ্ব হিন্দু পরিষদ আমেরিকা, যার পোশাকি নাম ওয়ার্ল্ড হিন্দু কাউন্সিল অফ আমেরিকা, ১ মিলিয়ন ডলারের অর্থ সাহায্য সংগ্রহ করেছে। এই অর্থগুলো দিয়ে মোট তিনটি মিলিটারি গ্রেড অক্সিজেন কনসেনট্রেটর্স। প্রতিটি অক্সিজেন কনসেনট্রেটর্স প্রতি মিনিটে ১২০ লিটার মেডিকেল অক্সিজেন তৈরী করে। বিশ্ব হিন্দু পরিষদ আমেরিকায় বসবাসরত হিন্দুদের সমস্যার সমাধান, ধর্মীয় উৎসব আয়োজন, হিন্দুদের কমিউনিটি ডেভেলপমেন্ট ইত্যাদি বিষয়ের ওপর কাজ করে হিন্দু সম্প্রদায়কে একতাবদ্ধ করায় বিশেষ ভূমিকা রেখেছে। 

ইতিমধ্যেই বিশ্ব হিন্দু পরিষদের সাহায্য ভারতে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে এবং বিশ্ব হিন্দু পরিষদের একটি টিম এই সাহায্য নিয়ে ভারতের পথে রয়েছে। এই অক্সিজেন কনসেনট্রেটর্স থেকে উৎপাদিত মেডিকেল অক্সিজেন দেশের অক্সিজেন সংকটাপন্ন স্থানগুলোতে পৌঁছে দেওয়া হবে। ইতিমধ্যেই নেটিজেনদের মধ্যে বিশ্ব হিন্দু পরিষদ আমেরিকার এই দেশপ্রেমি উদ্যোগ ব্যাপক প্রশংসিত হয়েছে। নেটিজেনদের মন্তব্য, দেশের সংকটময় পরিস্থিতিতে এভাবেই বারবার ভারতমাতার সন্তানরা বিশ্বের যে কোন স্থান থেকে তাদের দেশপ্রেমের স্বাক্ষর রেখেছে।