রামনামের মাহাত্ম্য

0
2865

চামড়া গুটিয়ে ডাণ্ডা ঘুরিয়ে
ঠাণ্ডা করবে রামের ভক্ত?
চাইলে বাজিয়ে দেখে নিতে পারো –
কৃত্তিবাসের ঠাঁই এ শক্ত।

যতই তুমি চক্ষু পাকাও,
যতই পুলিশ-প্যায়দা লাগাও,
রামের রাজ্য, রামের হৃদয় –
রাম-ই গৌড়জনের অভয়।

“শ্রীরাম পাঁচালী” ভুলেই গেছ!
কিংবা কখনো জানতে না –
বঙ্গভাষার কাব্যসুধার
উৎস রামের নাম চেনা।

রামের নামে নগর, পুরী,
গঞ্জ, গ্রাম ও শহর কত;
জানবে, আমার বঙ্গভূমে
স্রেফ রাবণ-ই বহিরাগত!

রামের নামেই বাংলা ভাষায়
রামধনুকে আমরা ডাকি;
ভাষার ছবি পাল্টে দেবার
তোমার সকল চেষ্টা ফাঁকি!

অমঙ্গলের ঝড় যদি বয়,
প্রকোপ অশুভের বাড়ে,`
তখন তো সেই রামের নামেই
দেশের সকল ভূত ঝাড়ে।

নিশিভোর রাম, রাম প্রতিদিন,
রাম আনন্দ, রাম-ই গতি;
রামের দাসের দাস এ বঙ্গ,
রামেতেই যেন থিতু হয় মতি!

রামের নামের গাইতে মহিমা
হাসতে হাসতে পরি শৃঙ্খলা –
শেকল তো নয়, এ শ্রীরামের
নামের সুতোয় গাঁথা জপমালা!

দুঃশাসকের কানে “জয় রাম!”
বাজবে যতই গালির মত,
আমাদের বুকে বল-ভরসা
রামনাম-ধ্বনি জোগাবে তত।

যাঁর গুণগান গেয়েছেন কবি
বাল্মীকি ঋষি, আমাদের রবি,
কথা ও কাহিনী, সোনার তরীতে
যাঁর ইতিহাস আঁকা –

তাঁর নাম নিতে রোখো বাঙালিকে!
জয়ধ্বনি দিলে পুরবে ফাটকে?
ভগবান রাম বাঙালির বুকে
সিংহাসনেতে রাখা।

রামের নামেতে, রামের শরে
রক্ষা পাক্‌ এ রামের ভূমি –
রামই রাজা, রামই তারক,
চিরসখা, জয় শ্রীরাম, তুমি!

Previous articleনয়াদিল্লিতে কসাইয়ের ছুরির আতঙ্ক
Next articleIs it doomsday for Bengali Hindus?
শ্রীজিৎ দত্ত
শ্রীজিৎ দত্ত ভারতীয় অলঙ্কারশাস্ত্র বিষয়ে গবেষণারত। পড়াশোনা কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজ এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। কিছুদিন কল্যাণী বিশ্ববিদ্যালয় এবং বিশ্বভারতীতেও পড়াশোনা করেছেন। ইন্ডিয়াফ্যাক্টস, প্রাজ্ঞতা, স্বরাজ্য, মাইইন্ডমেকার্স, টপইয়াপ্স ইত্যাদি পত্রিকায় নিয়মিত ভারততত্ত্ব বিষয়ে লেখালেখি করেন। পেশা অধ্যাপনা, ধ্যানজ্ঞান সঙ্গীত। যোগাযোগ – sreejit.datta@gmail.com