লে-তে তিব্বতী হিরো নিয়ামা তেনজিনের অন্তিম বিদায়ে শ্রদ্ধা জ্ঞাপন ভারতীয় সেনার

0
760

বঙ্গদেশ ডেস্ক: ২৯-৩০ আগস্ট ভারতীয় সেনাবাহিনীর দুঃসাহসিক কালা টপ অভিযানের সময় নিয়ামা তেনজিন নিজের জীবন উৎসর্গ করেন। ৭ সেপ্টেম্বর লে-তে ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে অন্তিম বিদায় জানানো হয় তিব্বতী যোদ্ধা নিয়মা তেনজিনকে।উপস্থিত সেনা “ভারত মাতা কি জয়, তিব্বত দেশ কি জয়, বিকাশ রেজিমেন্ট জিন্দাবাদ, উই স্যালুট ইন্ডিয়ান আর্মি” স্লোগান দেয়।

তেনজিন ছিলেন ভারতের স্পেশাল ফ্রন্টিয়ার ফোর্স (এসএফএফ) এবং বিকাশ রেজিমেন্টের স্পেশাল এবং গোপনীয় দায়িত্বে ছিলেন, যিনি ল্যাক পেরিয়ে সীমানা লঙ্ঘন করে চাইনিজ পিপল লিবারেশন আর্মির (পিএলএ) ভারতে প্রবেশের প্রচেষ্টা নিষ্ক্রিয় করার জন্য দুঃসাহসিক অভিযানের সময় প্রাণ ত্যাগ করেন।

তেনজিনের আত্মত্যাগের পরে, চীনের কাছে সরাসরি একটা বার্তা পৌঁছে দেওয়া হয়েছে। তেনজিনের মরদেহ তিব্বতের তুষার সিংহচিহ্নিত পতাকার সাথে তেরঙ্গা ভারতীয় পতাকায় মুড়ে দেওয়া হয়। তুষার সিংহ চিহ্নিত পতাকা চীনের অঞ্চল দখল করার বিরুদ্ধে তিব্বতী কায়দায় প্রতিরোধের আইকন হিসাবে ব্যবহৃত হয়।

স্পেশাল ফ্রন্টিয়ার ফোর্স (এসএফএফ)যা ‘এস্টাব্লিশমেন্ট-২২’ নামে পরিচিত পূর্ব লাদাখের প্যাংগং তসোর দক্ষিণ তীরে ২৯ আগস্ট রাতে দুঃসাহসিক অভিযান পরিচালনার পরে সকলের নজরে আসে।
এই ইউনিটের কমান্ডোগুলি মূলত তিব্বতী শরণার্থী শিবির থেকে উঠে আসা লোকজন, যারা তিব্বতীয়ান বিদ্রোহের পরে ভারতে আশ্রয় নিয়েছিলেন।