অপেক্ষার অবসান, ২০ বছর বাদে প্রতিষ্ঠিত হল আয়ারল্যান্ডের প্রথম হিন্দু মন্দির

0
803

বঙ্গদেশ ডেস্ক: প্রায় দু দশক ধরে আয়রল্যান্ডে বসবাসকারী হিন্দুরা তাদের উপাসনার জন্য একটি মন্দিরের দাবি করে আসছিলেন। অবশেষে গত ২২ শে আগস্ট তাদের প্রতীক্ষার অবসান ঘটল। আয়ারল্যান্ডের অন্যতম গুরুত্বপূর্ণ শহর ডাবলিনে প্রতিষ্ঠিত হল দেশের প্রথম হিন্দু মন্দির।

বর্তমানে আয়ারল্যান্ডে প্রায় ২৫হাজার হিন্দু বসবাস করেন৷ এর আগে তাদের উপাসনা কিংবা ধর্মীয় অনুষ্ঠান পালনের জন্য কোনো নির্দিষ্ট স্থান ছিল না। আর পাঁচটা অনুষ্ঠানের মতই ভাড়ায় নিতে হত কমিউনিটি হল। এরপর থেকে আর সেইসমস্ত ঝক্কি রইল না। এবার থেকে সহজেই সেদেশের হিন্দুরা ওই মন্দিরে একত্রিত হয়ে ধর্মীয় উৎসব পালন করতে পারবেন।

বাকী অগণিত হিন্দুদের মতই আয়ারল্যান্ডের বাসিন্দা রোহিত শ্রীবাস্তবও মন্দির প্রতিষ্ঠার পরে খুবই উচ্ছসিত। তিনি জানিয়েছেন, বহুদিন বাদে চোখের সামনে মন্দির দেখতে পাওয়া অনেকটা বাড়ি ফেরার শান্তি পাওয়ার মত। ডাবলিন শহরের আরেক বাসিন্দা রবিনন্দন প্রসাদ সিং-এর কথায়, ‘ভারতীয় হিসেবে গর্বের মুহুর্ত এটি। ভগবানের প্রার্থনা করার জন্য একটি জায়গা পাওয়া গেছে, এটা খুবই আনন্দের মুহুর্ত।’