কঙ্গনা রানাউতের মুম্বই বা মহারাষ্ট্রে থাকার কোনও অধিকার নেই” বিস্ফোরক মন্তব্য স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখের

0
476

বঙ্গদেশ ডেস্ক: ‘মুম্বইয়ে থাকার কোনও অধিকার নেই কঙ্গনার’, মন্তব্য মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রীর, এর পরিপ্রেক্ষিতে পাল্টা জবাবে “কুইন” বললেন ‘৯ তারিখ ফিরছি, কারও বাবার হিম্মত থাকলে আটকে দেখাক।’

সুশান্ত সিং রাজপুতের মৃত্যু নিয়ে একের পর এক বিস্ফোরক অভিযোগ তুলে শিরোনামে এসেছেন অভিনেত্রী কঙ্গনা রানাউত। কঙ্গনা রানাউত বনাম মহারাষ্ট্র ও মুম্বই প্রশাসনের বাকযুদ্ধ এখনও চলছে। এবার বলিউড অভিনেত্রীকে সরাসরি আক্রমণ করে বসলেন মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখ। ট্যুইটারে তিনি ট্যুইট করেন, “মুম্বই বা মহারাষ্ট্রে থাকার কোনও অধিকার নেই কঙ্গনার অভিনেত্রীর বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থাগ্রহণ করা হবে।”

বৃহস্পতিবার কঙ্গনা অভিযোগ করেন, শিবসেনা সাংসদ সঞ্জয় রাউত তাঁকে ক্রমাগত হুমকি দিয়ে চলেছেন। শুক্রবার আর একধাপ সুর চড়িয়ে কঙ্গনা ফের ট্যুইট করেন, “আমি দেখতে পাচ্ছি , অনেকেই চাইছে না আমি মুম্বই ফিরে আসি। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি, ৯ সেপ্টেম্বর মুম্বই ফিরব। কখন মুম্বই এয়ারপোর্টে নামব, তা-ও বলে দেব। কারও বাবার হিম্মত থাকলে আমাকে আটকে দেখাক।”এই ট্যুইটের কয়েক মিনিটের মধ্যেই পাল্টা জবাব দেন শিবসেনা সাংসদ সঞ্জয় রাউত। এর আগে, বৃহস্পতিবার কঙ্গনা প্রকাশ্যে হুমকি দিয়ে বলেন “কেন মুম্বই পাক অধিকৃত কাশ্মীরে বদলে গেছে বলে মনে হচ্ছে না!?”

এর কিছুদিন আগে শিবসেনার সাংসদ সঞ্জয় রাউত দলের মুখপাত্র সামনায় লিখেছেন যদি কঙ্গনা রানাওয়াতের মনে মুম্বই পুলিশকে নিয়ে কোনও সংশয় থাকে, তবে তিনি খোলসা করে বলুক। ওনার অধিকার নেই মুম্ব‌ই পুলিশকে অপমান বা অসম্মান করার।অভিনেত্রী যদি মুম্বই পুলিশকে অপেশাদার ভাবেন তাহলে ওঁনার মুম্বই ফেরার দরকার নেই। এটা মুম্বই পুলিশের অপমান।

শুক্রবার সাংবাদিক সম্মেলনে সঞ্জয় রাউত আবার বলেন, ‘আমরা মহারাষ্ট্রবাসীরা সেই ১০৬ শহিদের কথা কখনোই ভুলব না। যাঁরা আমাদের বিপদের দিনে রক্ষা করেছিলেন, প্রাণ বাঁচিয়েছিলেন। কঙ্গনা একবার পাকিস্তান ঘুরে এসে এহেন মন্তব্য করতে পারতেন।”

এরপর দাপুটে অভিনেত্রী ট্যুইট করেন, ‘পা-চাটার দলের হঠাৎ করেই মহারাষ্ট্রের উপর ভালোবাসা উথলে উঠেছে দেখছি। মারাঠা সাম্রাজ্যের গর্ব শিবাজি মহারাজ এবং রানি লক্ষ্মীবাইয়ের চরিত্র আমিই বড় পর্দায় এনেছিলাম। আমিই অভিনয় করেছিলাম লক্ষ্মীবাই এর চরিত্রে।’তিনি এও বলেন আমি তো মুম্ব‌ই ফিরবোই কারোর ধক থাকলে আমাকে রুখে দিক।