গায়ে জলের ছিটেকে কেন্দ্র করে হিন্দু যুবক খুনে সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে উঠেছে প্রশ্ন

0
1758

বঙ্গদেশ ডেস্ক:- গায়ে সামান্য একটু জলের ছিটে লাগায় এক হিন্দু যুবককে নির্মমভাবে পিটিয়ে হত্যা করলো মুসলিম যুবকরা। বর্বর ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের কানপুরে। জানা গিয়েছে মৃত যুবকের নাম পিন্টু নিষাদ। ১৫ ই নভেম্বর অর্থাৎ রবিবার রাতে ঘটনাটি ঘটেছে। মুসলিম যুবকদের মারে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন মৃত পিন্টুর ভাই এবং এক বন্ধু সন্দীপ।

সূত্র মারফত জানা গিয়েছে, পিন্টু কানপুর শহরের চাকেরি থানার অন্তর্গত ওয়াজিরপুর এলাকার বাসিন্দা। সে স্থানীয় ট্যানারিতে কাজ করতো। রবিবার রাতে তার ভাই ও এক বন্ধু সন্দীপকে নিয়ে কোথাও একটা যাচ্ছিল পিন্টু। রাস্তায় জল পিপাসা পাওয়ায় একটি পানের দোকানের দাঁড়ায় তারা। ‌ সেখানে জল পানের সময় আমন নামে এক যুবকের গায়ে সামান্য একটু জলের ছিটে লেগে যায়। আর তাতেই ধুন্ধুমার কাণ্ড ঘটে। পিন্টু ও তার বন্ধুকে এলোপাথাড়ি মারতে শুরু করে আমন ও তার সঙ্গীসাথীরা। পরে দোকানি এসে বিষয়টিকে থামিয়ে দেয় কিন্তু এর মধ্যেই আমন ফোন করে আরও কয়েকজন লোকজনকে ডাকতে শুরু করে। তারা লোহার রড এবং লাঠিসোটা নিয়ে ঘটনাস্থলে পৌঁছে যায়। পিন্টুদের ব্যাপক মারধর শুরু করে এবং আধমরা অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায়।।

খবর পেয়ে অতি দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ এবং পিন্টু ও তার সঙ্গীদের উদ্ধার করে। তিনজনকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক পিন্টুকে মৃত বলে ঘোষণা করে। ঘটনার কথা জানাজানি হতেই এলাকার পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। পাশাপাশি কোন‌ও রকম অপ্রীতিকর ও সাম্প্রদায়িক সংঘর্ষ যাতে না ঘটে সেজন্য এলাকায় মোতায়েন করতে হয়েছে বিশাল সংখ্যক পুলিশ বাহিনী।

ঘটনার কথা শোনা মাত্রই দোষীদের বিরুদ্ধে কড়া শাস্তি নেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। পুলিশ সেইমতো মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে। এমনকি দোষীদের বিরুদ্ধে NSA ধারায় মামলা দায়ের করার নির্দেশ দিয়েছেন তিনি। পাশাপাশি মৃতের পরিবারকে ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথাও ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী।

এই ঘটনার পরিপ্রেক্ষিতে নানান ব্যক্তি বিভিন্ন রকম প্রশ্ন তুলেছেন। অনেকেরই বক্তব্য, আমরা তো মুখে সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলি, বলা হয়ে থাকে ‘মোরা একই বৃন্তে দুইটি কুসুম হিন্দু মুসলমান’ তাহলে বাস্তবে এর উল্টোটা কেন ঘটে? সব সময় হিন্দুদের ওপর কেন আক্রমণাত্মক ভঙ্গিতে এগিয়ে আসেন শরীয়তপন্থীরা? ইসলাম ধর্ম তো শান্তির কথা বলে কিন্তু ইসলামপন্থীদের মধ্যে এতো বিদ্বেষ, অশান্তি কেন?? তারা সবসময় হিন্দুদের ধ্বংস করে দিতে চায় কেন? তবে, সাম্প্রদায়িক সম্প্রীতি কি শুধুমাত্র বইয়ের পাতাতেই সীমাবদ্ধ, বাস্তবে তার কোনো ভিত্তি নেই?