“জম্মু ও কাশ্মীর গণপ্রজাতন্ত্রী চীনের অংশ”, নেটিজেনদের ক্ষোভের কবলে ট্যুইটার

0
484

বঙ্গদেশ ডেস্ক:- নেটপাড়ায় আবার বিতর্কের ঝড় তুলেছে ট্যুইটার। সমরবিশেষজ্ঞ সাংবাদিক নীতিন গোখলে তাঁর ট্যুইটে উল্লেখ করেছেন জম্মু ও কাশ্মীরকে চীনের অংশ হিসাবে দেখিয়ে খোদ ট্যুইটার। রবিবার মাইক্রব্লগিং সাইটের হয়ে একটা লাইভ অনুষ্ঠান করেছে তিনি। দুপুর বারোটা নাগাদ লের পিপল ওয়ার মেমোরিয়াল, হল অফ ফেম থেকে শুটিং করা হয়েছিল ওই অনুষ্ঠানটির। সেই সময় জায়গাটির লোকেশন হিসেবে সোশ্যাল মিডিয়ায় জম্মু ও কাশ্মীরকে চীনা ভূখণ্ডের অংশ হিসেবে দেখিয়েছে ট্যুইটার।

সাংবাদিক নীতিন গোখলে লাইভে দেখতে পান, লেহ-র অনুসন্ধান করতেই ট্যুইটার তার অবস্থান তুলে ধরে”জম্মু ও কাশ্মীর, গণপ্রজাতন্ত্রী চীন।” তিনি জানান, সন্দেহ হ‌ওয়ায় তিনি বারবার অবস্থান রিফ্রেশ করেন কিন্তু ট্যুইটার এক‌ই লোকেশন দেখায়। তিনি শীঘ্রই তখন বাকিদের ওই জায়গার লোকেশন চেক করতে বলেন কিন্তু সকলের‌ই এক‌ই লোকেশন দেখায়। সকলেই স্ক্রিনশট শেয়ার করে। এরপর চাঞ্চল্যকর বিষয়টি জাতীয় সুরক্ষা দপ্তরের নজরে নিয়ে আসেন তিনি।

কিন্তু এই হল অফ ফেম লে শহর থেকে মাত্র চার কিমি দূরে। কার্গিল লে-র রাস্তাতেই অবস্থিত এই হল অফ ফেম। এখানে ভারত পাকিস্তান যুদ্ধে বীর সৈনিকের সমাধিস্থ করা হয়েছে।

ঘটনাটি প্রকাশ্যে আসতেই অনেক নেটিজেন ট্যুইটারের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেয়। একজন সরাসরি প্রশ্ন করে ‘ট্যুইটার কি নতুন করে ভৌগোলিক সীমানা নির্ধারণ করছে?’ জম্মু ও কাশ্মীরকে চীনের অংশ হিসেবে দেখানো ভারত বিরোধী কার্যকলাপ। কেন্দ্র সরকারের ও দৃষ্টি আকর্ষণ করেছেন বহু টেনিজেন। তবে ট্যুইটার আধিকারিকরা এটিকে প্রযুক্তিগত ত্রুটি বলে দায় এড়িয়ে গেছেন।