পাকিস্তান সেনাই নাকি দেশের সর্বোচ্চ জমি মাফিয়া, বক্তব্য লাহোর হাইকোর্টের

বঙ্গদেশ ডেস্ক – সম্প্রতি পাকিস্তানের সেনাবাহিনীকে অত্যন্ত কঠিন ভাষায় তিরস্কার করেছে লাহোর হাইকোর্ট। পাক আর্মিকে সেই দেশের “বৃহত্তম জমি দখলদার” বলে চিহ্নিত করে তাদের তীব্রভাবে কোর্ট তিরস্কার করেছে বলে টাইমস অফ ইন্ডিয়া তাদের রিপোর্টে উল্লেখ করেছে।

লাহোর হাইকোর্টের প্রধান বিচারপতি মোহাম্মদ কাসিম খান পাকিস্তানের সেনাবাহিনীকে উদ্দেশ্য করে বলেছেন যে, তাদের ইউনিফর্ম জাতির সেবার জন্য, “রাজা হিসাবে শাসন” করার জন্য নয়। তিনি জোর দিয়ে বলেছিলেন যে যদিও তিনি পাকিস্তান সেনাবাহিনী সম্পর্কে কোনও ভুল কথা বলতে চান না, তবে সেনাবাহিনী যেভাবে জনগণের সম্পত্তির মালিকানা নিজেদের কুক্ষিগত করছে তা জমি দখল ছাড়া আর কিছুই নয়।

ডিফেন্স হাউজিং অথরিটি (ডিএইচএ) যাতে জমির জবরদখল করতে না পারে, তাই তাদের বিরুদ্ধে অধ্যাদেশ চেয়ে তিন পাকিস্তানী নাগরিক কোর্টে আবেদন করেছিল। আদালতে সেই আবেদনের শুনানি চলাকালীন প্রধান বিচারপতি খান পর্যবেক্ষণ করতে গিয়ে কঠোর মন্তব্য করেছিলেন। প্রসঙ্গত উল্লেখ্য, ডিএইচএ পাকিস্তান সেনাবাহিনীর অধীনে কাজ করে।

প্রধান বিচারপতি খান আরও আক্ষেপ করেছিলেন যে পাকিস্তান সেনাবাহিনী নাকি লাহোর হাইকোর্টের মালিকানাধীনে থাকা একটি জমিও দখল করেছে। তিনি বলেছিলেন, এই বিষয়ে সেনাবাহিনীর প্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়াকে চিঠি লেখার জন্য আদালতের রেজিস্ট্রারকে তিনি নির্দেশ দেবেন।