আসামের ধুবড়ি থেকে ৩ বাংলাদেশী জঙ্গিকে গ্রেফতার, গুরুত্বপূর্ণ নথি আগ্নেয়াস্ত্র ও অস্ত্র উদ্ধার 

0
777

বঙ্গদেশ ডেস্ক: গোপন সংবাদের ভিত্তিতে সম্প্রতি আসামে একটি অভিযান পরিচালনা করে আসাম পুলিশের স্পেশাল সেল। আসামের ধুবড়ি এলাকায় অভিযান চালিয়ে আসাম পুলিশ ইসলামিক বাংলাদেশের জঙ্গি সংগঠন জামাতুল আল মুজাহিদিন বাংলাদেশের দুই জঙ্গিকে গ্রেফতার করতে সমর্থ হয়েছে। ধৃত দুই বাংলাদেশী জঙ্গির নাম মজিবর রহমান ও ফাইজার আলী। তাদের কাছে বেশ কিছু গোপন দলীয় নথিপত্র, বাংলাদেশী টাকা ও আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে আসাম পুলিশের স্পেশাল সেল৷ 

আসাম পুলিশের স্পেশাল সেল ও কেন্দ্রীয় গোয়েন্দাদের একটি যৌথ দল গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযানটি পরিচালনা করে। গৌরীপুর থানার লারকুড়া এলাকায় স্থানীয় মুসলিম অধিবাসীদের সহযোগিতায় এই বাংলাদেশী জঙ্গিরা লুকিয়ে ছিল। পুলিশ সুপার আনন্দ মিশ্র এর নেতৃত্বে  এই বিশেষ অভিযানটি পরিচালনা করা হয়। 

এদের মধ্যে মজিবর রহমান মুসলিম ইউনাইটেড লিবারেশনস টাইগার অফ আসাম এর সদস্য। সংগঠনটি MULTA নামেই প্রচলিত। পুলিশ স্থানীয় আশ্রয়দাতা মুসলিমদের বৃত্তান্ত খতিয়ে দেখছে। আটককৃত তিন জঙ্গির কাছে থেকে ব্যাপক বাংলাদেশী টাকা উদ্ধার করা হয় ভারতীয় টাকায় যার পরিমাণ এক লক্ষ টাকারও অধিক৷ এছাড়াও তাদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র ও গুরুত্বপূর্ণ কিছু নথিপত্র উদ্ধার করেছে পুলিশ। এই জঙ্গিদের ভারতে অবস্থানের মূল লক্ষ্য খতিয়ে দেখছে পুলিশ৷