বাঙ্গালীর দুর্গাপুজোর শোভাযাত্রা দেখতে কলকাতায় আসছেন UNESCO -র প্রতিনিধিরা

0
325

বঙ্গদেশ ডেস্ক:বাঙ্গালীর সর্বপ্রধান মহোৎসব দুর্গাপুজোর অপেক্ষাকে আরও একটু মধুর, আরও একটু বিশেষ করে তুলতে ইউনেস্কোর পক্ষ থেকে রাজ্যকে পাঠানো চিঠি। এবছর পুজোর আগে শোভাযাত্রার বিশেষ আয়োজন করা হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে। আর সেই বিশেষ শোভাযাত্রায় অংশগ্রহণ করবেন ইউনেস্কোর প্রতিনিধিরা। রাজ্যের পক্ষ থেকে পাঠানো আমন্ত্রণের প্রাপ্তি স্বীকার করেছে UNESCO। আগামী ১ সেপ্টেম্বর পুজোর মিছিলে হাজির থাকবেন ওই দুই প্রতিনিধি। প্রসঙ্গত উল্লেখ্য, কলকাতার পুজোকে ইতিমধ্যেই হেরিটেজ তকমা দিয়েছেন ইউনেস্কো।

রাজ্যকে উত্তরে লেখা চিঠিতে ইউনেস্কোর পরিচালক ও প্রতিনিধি এরিক ফল্ট জানিয়েছেন, তিনি এবং ইনট্যানজিবল কালচারাল হেরিটেজের কনভেনশনের সচিব টিম কার্টিস আগামী ১ সেপ্টেম্বর কলকাতায় প্রাক পুজো শোভাযাত্রায় অংশগ্রহণ করবেন। বাঙ্গালর এই ঐতিহ্যের অংশ ও সাক্ষী হওয়ার সুযোগ এই দুই প্রতিনিধি হারাতে চান না।

ইউনেস্কোর ইনট্যানজিবল হেরিটেজের স্বীকৃতি পেয়েছিল বাঙ্গালার শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। ফ্রান্সের প্যারিসে আয়োজিত ইন্টারগভর্নমেন্ট কমিটির ষষ্ঠদশ অধিবেশনে ‘কলকাতার দুর্গাপুজো’কে ইউনেস্কোর ‘ইনট্যানজিবল কালচারাল হেরিটেজ অব হিউম্যানিটি’-র তালিকাভুক্ত করা হয়েছে।

কলকাতার শারদোৎসবের জন্য আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ের জন্য রাজ্য সরকার কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রকের মাধ্যমে আবেদন জানিয়েছিল রাষ্ট্রপুঞ্জের শিক্ষা, বিজ্ঞান ও সাংস্কৃতিক বিভাগে। সেই আবেদনের বিবেচনা করেছেন বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধিরা। সেই বিচারের ভিত্তিতে ‘হেরিটেজ’ তকমা পেয়েছে বাঙ্গালীর দুর্গোৎসব।এর আগে ২০১৭ সালে কুম্ভমেলাকে এই ধরনের স্বীকৃতি দেওয়া হয়েছিল।