লাভজিহাদ নিয়ে এবার আইন প্রণয়নের প্রতিশ্রুতি হেমন্ত বিশ্বশর্মার

0
839

বঙ্গদেশ ডেস্ক:- আসামের মুসলিম আগ্রাসনের বিরুদ্ধে বরাবরই সরব তিনি। এবার সেই রাজ্যে ক্রমাগত ঘটে চলা লাভ জিহাদের বিরুদ্ধে আওয়াজ তুলে সরব হলেন আসামের প্রভাবশালী বিজেপি নেতা হিমন্ত বিস্বশর্মা।

মুসলিম যুবকরা লাভ জিহাদের হাতিয়ার হিসাবে বেছে নিচ্ছে ফেসবুককে, সেখানে হিন্দু নাম দিয়ে মিথ্যা একাউন্ট বানিয়ে ভূয়ো ছবি পোস্ট করছে মন্দিরের সামনে দাড়িয়ে, তার ফলে হিন্দু মেয়েরা সরল বিশ্বাসে ফাঁদে পা দিয়ে মন দেওয়া নেওয়া করছে মুসলিম যুবকদের সাথে। কিন্তু বিয়ের পর মেয়েটি দেখছে তার স্বামী আসলে একজন মুসলিম।

এরকম ভাবে হিন্দু সম্প্রদায়ের মেয়েদের বিশ্বাস নিয়ে খেলা এবং প্রতারণার বিরুদ্ধে সরব হয়েছেন তিনি।আইন এনে বিষয় টিকে রোখার প্রতিশ্রুতিও দিয়েছেন এই বিজেপি নেতা

আসামের মুসলিম আগ্রাসনের বিরুদ্ধে আওয়াজ তোলার জন্য বেশ জনপ্রিয়তা লাভ করেছেন তিনি।
কদিন আগেও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছিলেন, এদিন আবার সরব হলেন লাভ জিহাদ নিয়ে।

আসামে বিধানসভা নির্বাচনের বেশি দেরি নেই, তার আগে এভাবেই হিন্দু সম্প্রদায়ের ভোট পাওয়ার হাতিয়ার হিসাবে কাজ করছে লাভ জেহাদের বিরুদ্ধে তার প্রতিবাদ।

আসামে লাভ জিহাদের ফলে হিন্দু নারীদের ধর্মান্তকরণ, মিথ্যে প্রেমের জালে ফাঁসিয়ে পাচার ও বিক্রি এসব সাধারণ ঘটনা হয়ে দাড়িয়েছে। এর বিরুদ্ধে হিন্দু সম্প্রদায়ের ক্ষোভ পুঞ্জীভূত হয়ে আছে।
আর সেই ক্ষোভকেই কাজে লাগাতে চাইছে বিজেপি।

তবে সত্যি যদি লাভ জিহাদ বিরোধী কড়া পদক্ষেপ নেওয়া হয় তা সেখানকার মানুষদের জন্য মঙ্গলকর হবে বলে দাবি সেখানকার অধিবাসীদের।