IED-সহ ISIS জঙ্গি ধৃত দিল্লিতে

0
462

বঙ্গদেশ ডেস্ক: দিল্লি পুলিশের জালে ধরা পড়ল এক আইসিস জঙ্গি৷ তার কাছ থেকে আইডিও উদ্ধার হয়েছে৷ দিল্লির পুলিশের শীর্ষস্তরের এক আধিকারিক শনিবার এই খবর জানিয়েছেন৷

দিল্লির পুলিশের ডেপুটি কমিশনার (স্পেশাল সেল) প্রমোদ সিং কুশওয়াহা সংবাদমাধ্যমকে জানান, ধৌলা কুঁয়া ও করোল বাগের মাঝামাঝি দিল্লির রিজ রোড এলাকা থেকে আইইডি-সহ ওই জঙ্গিকে গ্রেফতার করা হয় শনিবার রাতে৷ তবে ওই অভিযুক্তকে ধরতে গিয়ে গুলির লড়াইও হয়৷

দিল্লি পুলিশ জানিয়েছে যে ধৃতের নাম আবদুল ইউসুফ খান৷ সে উত্তরপ্রদেশের বলরামপুরের বাসিন্দা৷ দিল্লি পুলিশের তরফে জানা গিয়েছে যে অভিযুক্ত একটি বাইক নিয়ে পালাচ্ছিল৷ এই খবর পাওয়ার পর দিল্লির একাধিক জায়গায় তল্লাশি চালায় পুলিশ৷

তার পর তাকে ধরা হয়৷ নিজেকে বাঁচাতে সে পুলিশকে উদ্দেশ্য করে গুলিও চালায়৷ পুলিশও পাল্টা গুলি চালায়৷ পরে তাকে ধরা হয়৷ গ্রেফতারের পর তাকে লোধি কলোনিতে দিল্লি পুলিশের স্পেশাল সেলের অফিসে নিয়ে যাওয়া হয়৷

এই ঘটনার পর রিজ রোড এলাকায় বুদ্ধ জয়ন্তী পার্কের কাছে নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছে৷ এলাকার নিরাপত্তা পরিস্থিতি খতিয়ে দেখতে সেখানে টহল দিচ্ছে এনএসজি কমান্ডোরা৷ পাশাপাশি স্নিফার ডগও নামামো হয়েছে৷ এনএসজি কমান্ডো ও বম্ব ডিসপোজাল স্কোয়াডের সদস্যরা আইইডিগুলি পরীক্ষা করে দেখছেন৷

গোয়েন্দাদের আশঙ্কা, জাতীয় রাজধানী নয়াদিল্লিতে বিস্ফোরণের উদ্দেশ্যেই আইইডিগুলি জড়ো করা হয়েছিল৷ যেহেতু অভিযুক্তের বাড়ি উত্তরপ্রদেশের বলরামপুরে৷ তাই ওই রাজ্যে সতর্কতা জারি করা হয়েছে৷ দিল্লি ও উত্তর প্রদেশের সীমানায় তল্লাশি বৃদ্ধি করা হয়েছে৷ প্রত্যেকটি গাড়ি ভালো করে খতিয়ে দেখে তার পরই ছাড়া হচ্ছে৷