গভীর কোমায় প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়

0
765

বঙ্গদেশ ডেস্ক: গভীর কোমায় চলে গেলেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়৷ শনিবার দিল্লির সেনা হাসপাতালের তরফে এমনটাই জানানো হয়েছে৷ সঙ্গে জানানো হয়েছে যে প্রণববাবুর শারীরিক অবস্থা স্থিতিশীল৷ গত কয়েকদিন ধরে তাঁর শারীরিক অবস্থার অবনতিও হয়নি৷ আবার উন্নতি হয়নি৷

তবে তাঁকে ভেন্টিলেশনেই রাখা হয়েছে৷ তাঁর শ্বাস-প্রশ্বাস জনিত চিকিৎসা চলছে৷ চলতি মাসের ১০ তারিখ নয়াদিল্লিতে নিজের বাসভবনে পড়ে গিয়ে মাথায় আঘাত পান প্রণব মুখোপাধ্যায়৷ পরদিন তাঁকে দিল্লির সেনা হাসপাতালে ভর্তি করা হয়৷ সেখানে তাঁর করোনা পরীক্ষা হয়৷

করোনা রিপোর্ট পজিটিভও আসে৷ তার পর ওই হাসপাতালেই অস্ত্রোপচার হয় প্রণববাবুর৷ তার পর থেকে সেখানেই তিনি চিকিৎসাধীন৷ বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল তাঁকে পর্যবেক্ষণে রেখেছেন৷ হাসপাতাল সূত্রে খবর, প্রাথমিক ভাবে বেশ কয়েকদিন শারীরিক অবস্থার অবনতি হলেও পরে তাঁর অবস্থা স্থিতিশীল হয়ে যায়৷

কয়েকদিন আগে অবশ্য প্রণববাবুর ফুসফুসে সংক্রমণ ধরা পড়ে৷ যদিও পরিবারের তরফে বারবার দাবি করা হয় যে ভালোই আছেন প্রণববাবু৷ যেদিন প্রণব মুখোপাধ্যায়ের করোনা পজিটিভ হওয়ার খবর সামনে আসে, সেদিন থেকেই বীরভূমে তাঁর জন্য প্রার্থনা শুরু হয়৷

বীরভূমের কীর্ণাহারের মিরাটি গ্রামেই জন্ম প্রণব মুখোপাধ্যায়ের৷ প্রতি বছর দুর্গাপুজোতে বাড়িতে আসা তাঁর বাৎসরিক রুটিনের অঙ্গ৷ কংগ্রেস নেতা থেকে শুরু করে দেশের অর্থমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রীর মতো গুরুত্বপূর্ণ পদ সামলেছেন৷

২০১২ সালে তিনি দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদ রাষ্ট্রপতি হয়েছেন৷ কিন্তু দুর্গাপুজোয় বাড়িতে আসায় ছেদ পড়েনি৷ তাই মিরাটি ও বীরভূমের মানুষের সঙ্গে তাঁর যোগাযোগ এখনও অবিচ্ছিন্ন৷ সেই কারণেই তাঁর অসুস্থতার খবর সামনে আসার পর থেকেই বীরভূমের মানুষ সবচেয়ে বেশি উদ্বিগ্ন৷