মমতার সরকার হিন্দু বিরোধী, অভিযোগ জেপি নড্ডার

0
630

বঙ্গদেশ ডেস্ক: গত ৫ অগস্ট অযোধ্যায় শিলান্যাস হয়েছে রাম মন্দিরের৷ শিলান্যাস করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ সেই দিন দেশজুড়ে পালিত হয়েছে উৎসব৷ সেই দিনই পশ্চিমঙ্গে লকডাউন করেছিল রাজ্য সরকার৷ সেই লকডাউন নিয়ে তখনই সরব হয়েছিলেন বিজেপি নেতারা৷

রামমন্দিরের শিলান্যাসে যাতে পশ্চিমবঙ্গের বাসিন্দারা উৎসব করতে না পারেন, সেই কারণে এই সিদ্ধান্ত বলে বিজেপির তরফে অভিযোগও করা হয়েছিল৷ এবার সেই একই অভিযোগ শোনা গেল বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎপ্রকাশ নড্ডার ভাষণে৷

বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ বিজেপির বৈঠক উপলক্ষ্যে একটি ভার্চুয়াল ব়্যালিতে অংশ নেন তিনি৷ সেখানেই তিনি রামমন্দিরের শিলান্যাসের দিন পশ্চিমবঙ্গে লকডাউনের বিষয়টি তুলেছেন৷ আর ওই সিদ্ধান্তের জন্য সরাসরি তোপ দেগেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে৷

বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার হিন্দু বিরোধী৷ তাঁর অভিযোগ, তৃণমূল কংগ্রেস ভোট ব্যাঙ্কের রাজনীতি করে৷ তোষণের রাজনীতি করে৷ সেই কারণেই রাম মন্দির নিয়ে কোটি কোটি মানুষের ইচ্ছাকে পিষে দেওয়া হয়েছে৷

তৃণমূল কংগ্রেসের তোষণের রাজনীতির স্বপক্ষে বলতে গিয়ে জেপি নড্ডা, বকরি ঈদের দিন লকডাউন না থাকার কথাও উল্লেখ করেছেন৷ এছাড়াও একাধিক ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে আক্রমণ করেছেন তিনি৷ কেন্দ্রীয় সরকারের দেওয়া সুবিধা পশ্চিমবঙ্গবাসীর পাওয়ার পথে মমতা বাধা হচ্ছেন বলেও তিনি অভিযোগ করেছেন৷