মেঘালয়ে স্থানীয় খাসিদের প্রবল আক্রোশের বলি নিরীহ হিন্দু গাড়িচালক নিখিল দে

0
1251

বঙ্গদেশ ডেস্ক:- মেঘালয়ে দিনের পর দিন হিন্দু আক্রোশ যেন উত্তরোত্তর বেড়েই চলেছে। এর ফলে ওখানে বসবাসকারী হিন্দুরা উৎকন্ঠায় প্রহর কাটাচ্ছে। মাত্র দিন দুয়েক আগে রামকৃষ্ণ মিশনের কেন্দ্রে তালা ঝোলানোর ঘটনায় শোরগোল পড়ে গিয়েছিল। এর জের এখনও মেটেনি তার মাঝেই এক বাঙ্গালী ড্রাইভারকে নৃশংসভাবে কুপিয়ে কুপিয়ে হত্যা করল স্থানীয় দুষ্কৃতীরা। শিলং শহরে গতকাল বিকাল নাগাদ নিগ্রিমস হাসপাতালের সামনে এই বর্বরোচিত ঘটনাটি ঘটেছে।

খোঁজ নিয়ে জানা গিয়েছে, নিহত ব্যক্তির নাম নিখিল দে। তিনি এই শহরে গাড়ি চালাতেন। গতকাল ২৯ শে নভেম্বর, রবিবার বিকালে হাসপাতালের কাছাকাছি গাড়ি দাঁড় করানো নিয়ে স্থানীয় কিছু খাসি ব্যক্তিদের সঙ্গে তার বচসা বাঁধে। সূত্র মারফত জানা গিয়েছে, ওই খাসি ব্যক্তিগুলো আসলে ধর্মান্তরিত খ্রিষ্টান। নিখিল বাবু হাসপাতালের সামনে গাড়ি রাখতে গেলে ওই দলটি আপত্তি তোলে। তিনি প্রতিবাদ করতে গেলে অতর্কিতে স্ক্রু ড্রাইভার নিয়ে নিখিলবাবুর ঘাড়ে, মাথায় এলোপাথাড়ি কোপানো হয়। তারপর বিপদ বুঝে রাস্তার ধারে তাকে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে চম্পট দেয় ওই দলটি। কিছুক্ষণের মধ্যেই মৃত্যু হয় নিখিল দে-র।

ঘটনার খবর ছড়িয়ে পড়তেই আতঙ্কিত হয়ে যায় শিলংয়ে বসবাসকারী বাঙালিরা। যেভাবে খাসি মতবাদের অন্তরালে হিন্দুদের ওপর আক্রমণের ঘটনা বাড়ছে তাতে তারা নিরাপত্তাহীনতায় এবং প্রাণসংশয়ের আশঙ্কায় দিন গুনছে। এই রাজ্যের মুখ্যমন্ত্রী কনরাড সাংমা নিজেই একজন ধর্মান্তরিত খ্রিষ্টান। ফলে খাসিদের ক্ষেত্রে তিনি বেশ কিছুটা পক্ষপাতিত্ব করেন বলেই অভিযোগ। এই সমস্ত ক্ষেত্রে তাঁর প্রশাসন খুব একটা তৎপরতার সঙ্গে ব্যবস্থা গ্রহণ করেনা বলেই স্থানীয় বাঙ্গালীদের অভিযোগ।