সাইবার সুরক্ষার আরও জোর মোদী সরকারের, IIT কানপুরে ১৯৬ কোটির অনুদান

বঙ্গদেশ ডেস্ক:  সীমান্ত প্রতিরক্ষার জন্য স্থল, জল ও বায়ুসেনার বীর জওয়ানরা সর্বদা প্রস্তুত রয়েছেন। আর ঠিক এই কারণেই গালওয়ানে ভারত-চীন সংঘর্ষে ৪০এরও বেশী চীনা সেনার প্রাণ কাড়তে পেরেছে ভারতীয় সেনা, রণে ভঙ্গ দিয়েছে চীন। কিন্তু গালওয়ানে এই সংঘর্ষের ঘটনার পরই দিল্লির কপালে চিন্তার ভাঁজ ফেলেছে চীনের সাইবার সেনা৷

মহারাষ্ট্রের সাইবার ক্রাইম বিশেষজ্ঞরা জানিয়েছেন গালওয়ানের রক্তক্ষয়ী অধ্যায়ের পর চীনা হ্যাকাররা প্রায় ৪০,০০০বার ভারতীয় তথ্যভান্ডার, পরিকাঠামোয় আঘাত করার চেষ্টা করেছেন। বর্তমানে ইন্টারনেটের যুগে সবচেয়ে বড় সাইবার সেনা রয়েছে চীনের কাছে৷ এমন পরিস্থিতিতে ভারত নিজেদের সাইবার সুরক্ষার কথা ভাবছে। এই উদ্দেশ্য নিয়েই IIT Kanpur এ তৈরি হতে চলেছে ন্যাশনাল টেকনিক্যাল সেন্টার। নির্মাণের জন্য ইতিমধ্যে ১৯৬ কোটি টাকার অনুমোদনও দিয়েছে কেন্দ্র সরকার। তাছাড়া সামনের শিক্ষাবর্ষ থেকে এই প্রতিষ্ঠানেই শুরু হতে চলেছে সাইবার সুরক্ষার ওপর M.Tech ডিগ্রি। এটিই হতে চলেছে দেশের মধ্যে প্রথম প্রতিষ্ঠান, যারা সাইবার সুরক্ষা সম্পর্কিত কোর্স চালু করবে।

বিভিন্ন দেশ থেকে অধ্যাপকরা এখানে ক্লাস নিতে আসবেন। ইজরায়েলের তেল অলিভ বিশ্ববিদ্যালয়, নেগেভের বেন-গুরিওঁ বিশ্ববিদ্যালয়, নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের সাহায্য করবেন আইআইটি কানপুরের ছাত্রদের ৷ থাকবেন আই.আই.টি খড়গপুরের বিশেষজ্ঞরাও। নতুন এই বিভাগের দায়িত্ব পেতে চলেছেন আইআইটি কানপুরের কম্পিউটার সাইন্সের অধ্যাপক মনীন্দ্র আগরওয়াল। সংবাদমাধ্যমকে তিনি জানান যে এই বিষয়ে প্রায় চারবছর ধরে গবেষণা চালাচ্ছে আই.আই.টি কানপুর। এই প্রোজেক্টের প্রথম অনুমোদন দেওয়া হয় মার্চ মাসে৷’