আগুন লাগার পরেও – ৩৩

0
637

দীপ্তাস্য যশ

আগের পর্বসমূহ – [] – [] – [] – [] – [] – [] – [] – [] – [] – [১০] – [১১] – [১২] – [১৩] – [১৪] – [১৫] – [১৬] – [১৭] – [১৮] – [১৯] – [২০] – [২১] – [২২] – [২৩] – [২৪] – [২৫] – [২৬] – [২৭] – [২৮] – [২৯] – [৩০] – [৩১] – [৩২]

তেত্রিশ

হূণ ঘরে ঢুকে দেখল সুকুর আর ভট্টাচার্য্যিবাবু বসে আছে। ভট্টাচার্য্যিবাবু সুকুরের চেয়ারে বসে আছেন। এই একজনকে সুকুর খুব ভয় করে। অবশ্য ভট্টাচার্য্যিবাবুর ক্ষমতার কথা কে না জানে। এখন তো তাঁর হাতেই সব ক্ষমতা। তার চোখ দিয়েই সরকার দেখে আর তার কান দিয়েই সরকার শোনে। কাজেই সবাই এখন ভট্টাচার্য্যিবাবুকে খুশি করতে চায়।

দীপ্তাস্য যশের বড় গল্প “অগ্নি কুঠার” এবং উপন্যাস “আগুন লাগার পরেও” সংকলিত হয়ে “আগুন লাগার পরেও” শিরোনামে বই হিসেবে প্রকাশিত হচ্ছে বইচই থেকে। ১২ই ফেব্রুয়ারী ২০২২ থেকে থেকে বইটি পাওয়া যাচ্ছে বইচই ওয়েবসাইট এবং তাদের কলেজস্ট্রীটের বিপণী থেকে।

Aagun Lagar Poreo