কোঠারি ভাতৃদ্বয়ের নামে নামকরণ করা হবে অযোধ্যায় সড়কের, ঘোষণা যোগী সরকারের

0
828

বঙ্গদেশ ডেস্ক : উত্তরপ্রদেশের অযোধ্যার একটি রাস্তার নামকরণ করা হবে কোঠারি ভাতৃদ্বয়ের নামে- এমনটাই ঘোষণা করেছেন যোগী আদিত্যনাথ সরকারের উপ-মুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য। অযোধ্যায় রাম মন্দির নির্মাণের লড়াইয়ে সেদিন পুলিশের গুলিতে প্রাণ হারিয়েছিল এই দুই বঙ্গ সন্তান। তাঁদের শ্রদ্ধার্ঘ্য জানানোর জন্য এই রাস্তার নামকরণ করার ঘোষণা করেছেন উত্তরপ্রদেশের যোগী সরকার।

বাংলায় বর্তমানে নির্বাচনী মরশুম চলছে। এই পরিস্থিতিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিজেপির শীর্ষ স্থানীয় নেতৃত্বরা বাংলায় আসছেন, গেরুয়া ঝড় তুলতে। সেরকমই বাংলায় বিজেপির এক কর্মসূচীতে আমন্ত্রণ জানানো হয়েছিল কোঠারি যুবকদের পরিবারের সদস্যদের। আমন্ত্রণ পেয়ে সেখানে হাজির হয়েছিলেন কোঠারি ভাইদের বোন পূর্ণিমা কোঠারি।

সেই মঞ্চে উঠে তিনি চোখের জলে তাঁর ভাইদের আত্মত্যাগের কথা স্মরণ করেন। সেইসঙ্গে অযোধ্যা নগরীতে রাম মন্দির নির্মানের সমস্ত রকম ব্যবস্থা করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আন্তরিক ধন্যবাদ জানান। পাশাপাশি বাংলার মানুষকে কোঠারি ভাইদের অবিস্মরণীয় আত্মত্যাগের কথা স্মরণ করিয়ে দিলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

বড়বাজারের বাসিন্দা রাম ও শরদ কোঠারি, মাত্র ২০-২২ বছরের দুই যুবক ১৯৯০ সালে রাম মন্দিরের আন্দোলনে সামিল হয়েছিলেন। তাঁদের সেই আত্মত্যাগকে স্মরণে রাখতে অযোধ্যায় ইতিমধ্যে একটি স্মৃতিসৌধ নির্মাণ করা হয়েছে। এঁদের দুই ভাইয়ের সেই আন্দোলনের ফলেই, আজকের দিনে প্রধানমন্ত্রী রাম মন্দির নির্মাণের স্বপ্নকে সত্য করতে পেরেছে।

সেদিন কোঠারি ভাতৃদ্বয় শুধুমাত্র রাম মন্দিরের আন্দোলনে সামিল হতে তাদের বাড়ি ছেড়ে, এমনকি বোনের বিয়ের অনুষ্ঠান ছেড়ে বেরিয়ে এসেছিলেন। তৎকালীন বিজেপি নেতা লালকৃষ্ণ আডবানির নেতৃত্বে আন্দোলনে সামিল হয়ে পরবর্তীতে কর সেবকদের দলের নেতৃত্বে ছিলেন তাঁরা। এই আন্দোলন চলাকালীন পুলিশের ছোঁড়া গুলিতে তাঁদের মৃত্যু হয়।