মুম্বাই ও UAE -র ফুজাইরাহ যুক্ত হতে পারে ‘আন্ডারগ্রাউন্ড’ টানেল দ্বারা!

0
695

বঙ্গদেশ ডেস্ক – সংযুক্ত আরব আমিরাত (ইউ.এ.ই) -এর সঙ্গে ভারতের সম্পর্ক যথেষ্ট ভালো এবং যত দিন যাচ্ছে তা আরও মজবুত হচ্ছে। কিছুদিন আগেই ভারতের সেনাপ্রধান নারাবানে আমিরাতে গিয়েছিলেন সে দেশের নিরপত্তা ব্যবস্থা নিয়ে গোপন আলোচনা সারতে। এরপর ফ্রান্স হয়ে ভারতে আসার পথে এই দেশের আকাশেই রাফায়েলগুলি ‘মিড এয়ার রিফুয়েলিং’ করে। অন্যদিকে ভ্যাকসিন ডিপ্লোম্যাসির ক্ষেত্রেও ভারত মধ্যপ্রাচ্যের এই দেশটির কথা মাথায় রেখেছিল। এই মৈত্রীর সম্পর্ককে আরও এগিয়ে নিয়ে যেতে এবার জাতীয় উপদেষ্টা ব্যুরো বা এন.এ.বি, ভারতের মুম্বাই এবং UAE -এর ফুজাইরাহকে যুক্ত করার কথা ভাবছে এবং এই দুই শহরের মধ্যে সংযোগ স্থাপনের জন্য জলের নীচে ২ হাজার কিলোমিটার দীর্ঘ রেল টানেল বানানোর ব্যাপারে ভাবনা চিন্তা করছে। এই অনুসন্ধান বাস্তবায়িত হলে সমগ্র যাত্রাটিই মাত্র দুই ঘন্টার মধ্যে সম্পন্ন করা যেতে পারে।

দুবাইতে সংযুক্ত আরব আমিরাত ও ভারতের সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে ন্যাবের পরিচালক আবদুল্লাহ আলশেহি বলেন, এই লাইনটি কেবল আরব সাগর পেরিয়ে মানুষের চলাচলকে সহজতর করবে না, পাইপলাইনের মাধ্যমে তেল এবং জলেরও সরবরাহ করবে। সংযুক্ত আরব আমিরাত, ভারতে তেল রফতানি করবে এবং ভারত, আরব আমিরাতে মিষ্টি পানীয় জল রপ্তানি করতে পারে বলে খালিজ টাইমস তাদের রিপোর্টে উল্লেখ করেছে।

“এটি এখনও একটি ধারণামাত্র। আমরা অতি দ্রুতগতির ভাসমান ট্রেনের দ্বারা ভারতের মুম্বাই শহরকে ফুজাইরাহর সঙ্গে যুক্ত করার পরিকল্পনা করছি। প্রকল্পটির লক্ষ্য দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধি করা। ফুজাইরাহ বন্দর থেকে ভারতে তেল রপ্তানি হবে এবং মুম্বাইয়ের উত্তরে নর্মদা নদী থেকে সংযুক্ত আরব আমিরাতে অতিরিক্ত জল আমদানি হবে। এ ছাড়া এর মাধ্যমে GCC -এর অন্যান্য অংশীদাররাও নিজেদের আমদানি রপ্তানি ব্যবস্থাকে উন্নত করতে পারে,” খালিজ টাইমস শ্রীযুক্ত আলশেহির বক্তব্যকে উদ্ধৃত করে জানিয়েছে।

এখনও এই প্রকল্পটির উপরে একটি বিস্তারিত আলোচনা দরকার। ভাসমান স্তম্ভগুলি দিয়ে যে আন্ডার ওয়াটার রেল টানেল তৈরি হবে তাতে অনেক অসুবিধাই আসতে পারে এবং এই কাজটি করতে গেলে বেশ কয়েকটি বিষয় গুরুত্ব সহকারে বিবেচনা করা প্রয়োজন, আলশেহি একথা জানিয়েছিলেন বলে ইন্ডিয়া ইনফ্রা হাব তাদের বিশ্লেষণে উল্লেখ করেছে।

তিনি আরও জানান, এই বিষয়টি ভারত এবং দক্ষিণ এশিয়ার মধ্যে দ্বিপাক্ষিক ও বাণিজ্যিক সম্পর্ককে এগিয়ে নিয়ে যাবে। প্রসঙ্গত উনি জানান, পাকিস্তানের করাচির সাথেও একই ধরনের একটি প্রকল্পের আলোচনা চলছে।