নাদিয়া

0
334

কাফের বলেই ধর্ষণ করেছিলে,
কাফের বলেই চিনিয়ে দিয়েছ জাত,
কাফের বলেই অস্তিত্বের মাঝে
তোমার আমার দ্বিধাহীন সংঘাত।

কাফের বলেই নিকাহনামার আগে
সৃষ্টি হয়েছে অনাহূত পরিচয়,
কাফের বলেই আদিম সমাজে ফেরার
চাবিকাঠি আজও সহজলভ্য হয়।

কাফের বলেই তুমিও আজকে বিজয়ী,
বন্ধুমহলে গর্ব করতে তৈরি,
কাফের বলেই এখনও দুই প্রকোষ্ঠের
দুই তরফেই তাজা রয়ে গেছে বৈরী।

 

ইয়াজিদি হত্যার পরিপ্রেক্ষিতে 

Previous articleপ্রশ্নের অপেক্ষায়
Next articleThe Dedicated : The Eternal Splendour – II
রুদ্রদেব
রুদ্রদেব স্বভাবকবি সে বলতে গেলে জন্ম থেকেই।কলম ধরার আগে থেকেই হয়তো কথা আর ছন্দের সঙ্গে তাঁর জন্মেছিল নিবিড় বন্ধন।তাই হয়তো অন্নপ্রাশনেই বেছে নেন কলমকে, পুস্তক কাঞ্চন বাদ রেখেই। গদ্য-প্রবন্ধেও তাঁর আগ্রহ আছে সমানতালে। কাজের ফাঁকে লেখালিখি ছাড়াও তিনি চিত্রকলা এবং ফটোগ্রাফিতেও আগ্রহ রাখেন।