সংস্কৃত ভাষায় পড়ানো হবে প্রযুক্তিবিদ্যা, উদ্যোগী আইআইটি ইন্দোর

0
1554

বঙ্গদেশ ডেস্ক: সংস্কৃত ভাষায় পড়ার সুযোগ পেতে চলেছেন ভবিষ্যতের ইঞ্জিনিয়ররা৷ আর তাঁদের এই সুযোগ তৈরি করে দিতে চলেছে আইআইটি ইন্দোর৷ প্রথম দফার কোর্স শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যে৷ তা চালু হয়েছে চলতি মাসের ২২ তারিখ৷

শেষ হবে আগামী ২ অক্টোবর৷ সারা বিশ্বের সাড়ে সাতশো জন এই কোর্সে অংশগ্রহণ করছেন৷ এই কোর্সে মূলত ধাতুবিদ্যা, মহাকাশ বিজ্ঞান, ঔষধ ও উদ্ভিদ বিজ্ঞান সংস্কৃতে পড়ানো হবে৷ আইআইটি ইন্দোরের ডিরেক্টর অধ্যাপক নীলেশ কুমার জৈন এই কোর্সের সূচনা করেন৷

পরে তিনি জানান যে সংস্কৃত হল আমাদের প্রাচীন ভাষা৷ এই ভাষা আর্টিফিসিয়াল ইন্টালিজেন্সেও জায়গা করে নিক৷ এটাই হয়ে উঠুক ভবিষ্যতের ভাষা৷ এই কোর্সের মাধ্যমে প্রথমে পড়ুয়াদের প্রযুক্তির ভাষাকে সংস্কৃতে পরিণত করা শেখানো হবে৷

তার পর তাঁরা ওই বিষয়গুলি নিয়ে সংস্কৃতেই পড়াশোনা করবেন৷ তবে প্রথম থেকে দ্বিতীয় পর্যায়ে যাওয়ার জন্য প্রত্যেক পড়ুয়াকে পরীক্ষাও দিতে হবে৷ পাস করলে তবেই প্রথম পর্যায় থেকে দ্বিতীয় পর্যায়ে উন্নীত করা হবে পড়ুয়াদের৷

তবে যাঁদের সংস্কৃত সম্পর্কে ভালো জ্ঞান রয়েছে এবং প্রযুক্তিগত শিক্ষা ভালো, তাঁরা সরাসরি দ্বিতীয় পর্যায়ে পড়াশোনা করার সুযোগ পাবেন৷ এছাড়া সংস্কৃত ভাষায় আলোচনাও করতে হবে সমস্ত পড়ুয়াকে৷ যাঁরা পারবেন না, তাঁদের কোর্সের শেষে সার্টিফিকেট দেওয়া হবে না৷

আইআইটি ইন্দোরের তরফে জানা গিয়েছে, প্রথম দফায় যাঁরা শিখছেন, তাঁদের ৩০ শতাংশ বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত৷ ৫০ শতাংশ স্নাতক ও স্নাতকোত্তর স্তরের পড়ুয়া৷ গবেষকরাও রয়েছেন৷