দেশের জার্সিতে ঝড় তুলে কলকাতাকে আশ্বস্ত করলেন নাইট ওপেনার ব্যান্টন

0
1079

বঙ্গদেশ ডেস্ক: আর একমাসও বাকি নেই, আইপিএলের দামামা বেজে গিয়েছে। টুর্নামেন্ট খেলতে সবকটি দলই উড়ে গিয়েছে মরুশহরে। এরই মাঝে দেশের জার্সিতে খেলতে নেমে কিং খানের দলকে আশ্বস্ত করলেন নাইটদের নতুন সদস্য টম ব্যান্টন।

গতকাল ২৮ আগস্ট পাকিস্তানের বিরুদ্ধে টি-২০ সিরিজের প্রথম ম্যাচ খেলতে নেমেছিল ইংল্যান্ড। বৃষ্টিতে সেই ম্যাচ অমীমাংসিতভাবে পরিত্যক্ত হলেও ব্যাট হাতে নিজের জাত চেনালেন টম ব্যান্টন। শুরুর দিকে সাবধানী ব্যাটিং দিয়ে নিজের ইনিংস শুরু করলেও ক্রিজে সেট হওয়ার পরে ধুন্ধুমার ব্যাটিংয়ের মাধ্যমে মাত্র ৩৩ বলে হাসেঞ্চুরি হাঁকিয়ে দেন তিনি। শেষমেশ ৪২ বলে ৭১ রানের ধ্বংসাত্মক একটি ইনিংস খেলে ফেরেন প্যাভিলিয়নে। তার ব্যাটিংয়ের ওপর ভর করেই বড় রানের ভিত গড়েছিল ব্রিটিশরা। ১৬.১ ওভারে তাদের রান ছিল ৬ উইকেট খুইয়ে ১৩১।

গতকালের ম্যাচ বৃষ্টিতে পণ্ড হলেও ব্যান্টনের ইনিংস ভরসা জুগিয়েছে কলকাতা নাইট রাইডার্সকে। গত মরশুমে ক্রিস লিন-নারিন জুটি ওপেনিংয়ে তেমন কার্যকরি হননি। তাই এইবছর লিনের বদলে কেকেআর দলে সামিল করেছিল টম ব্যান্টনকে।

আইপিএলের নিয়ম অনুযায়ী মাত্র চার বিদেশি খেলোয়াড়কে চুড়ান্ত একাদশে রাখতে পারে একটি দল। কেকেআরের হয়ে সম্ভবত মর্গ্যান, কামিন্স, রাসেল, নারিনই হবেন সেই চারজন বিদেশী। এই পরিস্থিতিতে গোটা আইপিএল জুড়ে ব্যান্টন ক’টি ম্যাচে সুযোগ পান, দুবাইয়ের মাটিতে কতটা প্রভাবিত করতে পারেন, সেটাই দেখার।